সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
অনুসন্ধানী সাংবাদিকতায় লক্ষ্মীপুর প্রেসক্লাবের সেরা পুরস্কার পেয়েছেন কাজল কায়েস

অনুসন্ধানী সাংবাদিকতায় লক্ষ্মীপুর প্রেসক্লাবের সেরা পুরস্কার পেয়েছেন কাজল কায়েস

0
Share

অনুসন্ধানী সাংবাদিকতায় লক্ষ্মীপুর প্রেসক্লাবের সেরা পুরস্কার পেয়েছেন কাজল কায়েস

অনুসন্ধানী সাংবাদিকতায় অবদান রাখায় লক্ষ্মীপুর প্রেসক্লাবের সেরা পুরস্কার পেয়েছেন দৈনিক কালের কণ্ঠ ও অনলাইন গণমাধ্যম্যম জাগো নিউজের লক্ষ্মীপুর প্রতিনিধি কাজল কায়েস।

এসময় জাতীয়, স্থানীয় ও ইলেকট্রনিকস মিডিয়া ক্যাটাগরিতে আরও ৮ জন সাংবাদিককে পুরস্কৃত করা হয়েছে।

শুধুমাত্র লক্ষ্মীপুর প্রেসক্লাবের সদস্যরাই উক্ত পুরস্কারের জন্য মনোনীত হয়। সোমবার (৩১ জানুয়ারি) রাতে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের নিবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে তাদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

প্রেস ক্লাব সূত্র জানায়, কালের কণ্ঠে কাজল কায়েসের লেখা ‘৩৮ বছরেও সংকট কাটেনি রায়পুর ফিস হ্যাচারীর’ শিরোনামে তথ্যবহুল সংবাদ প্রকাশ করায় তাকে অনুসন্ধানী সাংবাদিকতায় সেরা ঘোষণা করা হয়েছে।

এনিয়ে টানা দু’বার তিনি অনুসন্ধানী সাংবাদিকতায় সেরার পুরস্কার পেয়েছেন।

এর আগে ২০১৮ সালেও জাতীয় দৈনিক পত্রিকা ক্যাটাগরিতে কাজল কায়েস অনুসন্ধানী সাংবাদিকতায় প্রথম হয়ে পুরস্কৃত হন। তিনি লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সদস্য ও লক্ষ্মীপুর অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি।

প্রেস ক্লাবের নতুন কমিটির অভিষেক ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ, পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান, লক্ষ্মীপুর পৌরসভা মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভুঁইয়া, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ইমরান হোসেন, সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিনসহ অনেকে।

প্রেস ক্লাবের সভাপতি হোসাইন আহমেদ হেলাল অনুষ্ঠানের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল সঞ্চালনা করেন। প্রেসক্লাব প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।

মিডিয়া | সোস্যালমিডিয়া আরও সংবাদ

৮ নভেম্বর চট্টগ্রাম বিভাগীয় পাঠাগার সম্মেলন

গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম নেটওয়ার্কের ফেলোশিপে নির্বাচিত হলেন লক্ষ্মীপুরের জিয়া

কমলনগর প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠানে বিশিষ্টজনদের মিলনমেলা

মিসু সাহা’র পিতার ১০ম মৃত্যুবার্ষিকী আজ

কমলনগর প্রেসক্লাবের নতুন কমিটির  সভাপতি মিঠু, সম্পাদক মুসা

লক্ষ্মীপুরে ২ সাংবাদিকসহ ৬ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে অনলাইন নিউজপোর্টাল প্রকাশনার নিবন্ধনের জন্য আবেদনকৃত, তারিখ: 9/12/2015  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2024
Editor & Publisher: Sana Ullah Sanu
Ratan Plaza(3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com