সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
পশ্চিমবঙ্গের দেবরানি রায় স্মৃতি সম্মাননা পেলেন ইরানী বিশ্বাস

পশ্চিমবঙ্গের দেবরানি রায় স্মৃতি সম্মাননা পেলেন ইরানী বিশ্বাস

পশ্চিমবঙ্গের দেবরানি রায় স্মৃতি সম্মাননা পেলেন ইরানী বিশ্বাস

কলকাতার শ্যামবাজারে সেরাম অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল “ আগামী বাংলা সৃজনশীল সম্মাননা” ও গুণীজন সন্নিবেশ। সাংবাদিকতা ও সাহিত্যে বিশেষ অবদান রাখার জন্য  এবছর দেবরানি রায় স্মৃতি সম্মাননা-১৪২৬ প্রদান করা হয় বাংলাদেশের লেখিকা এবং সাংবাদিক ইরানী বিশ্বাসকে। সম্মাননা স্মারকটি তুলে দেন পশ্চিমবঙ্গের প্রখ্যাত কবি কমল দে শিকদার এবং মানপত্রটি তুলে দেন কবি শ্যামা ভট্টাচার্য । বিশিষ্ট কবি ও সাংবাদিক শুভদীপ রায়-এর উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।
অনুষ্ঠানের শুরুতে সঙ্গীতশিল্পী আর্য শাওন ভট্টাচার্যের কণ্ঠে আবহ সঙ্গীত রবি ঠাকুরের শ্যামা সঙ্গীত বিপুল তরঙ্গ রে….. পরিবেশিত হয়। সদ্য প্রায়ত লেখক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়কে স্মরণ করে এক মিনিট নীরবতা পালনের আহ্বান জানান অনীশ ঘোষ। একই সঙ্গে প্রায়ত লেখক সম্পর্কে স্মৃতিচারণা করেন কবি ও সংগঠক সুরঙ্গমা ভট্টাচার্য।
 
 
উত্তরীয় পরিধান ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য  দিয়ে অনুষ্ঠানের অতিথিবরণ পর্ব শুরু হয়। প্রদীপ প্রজ্জ্বলন করেন কমল দে সিকদার, রতনতনু ঘাটী, অনীশ ঘোষ, কবি আলেসান্দ্রো অনিল ( ইতালি ), কবি সৌমিত বসু, কবি শেলী সেনগুপ্তা (বাংলাদেশ ), সাংবাদিক ইরানী বিশ্বাস ( বাংলাদেশ), কবি ও সাংবাদিক জাকির আহম্মদ (বাংলাদেশ ), কবি ও সাংবাদিক সুশান্ত নদী, কবি ও শিল্পী পাপিয়া ঘোষাল (লন্ডন) প্রমুখ। 
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সত্যপ্রিয় মুখোপাধ্যায়, সৌমিত বসু, অদীপ ঘোষ, রামকিশোর ভট্টাচার্য, কমল দে শিকদার, ইন্দ্রজিৎ ভট্টাচার্য, সুরঙ্গমা ভট্টাচার্য, বাংলাদেশের কবি শেলী সেনগুপ্তা, অবশেষ দাস, অমিতাভ মৈত্র অমিত চক্রবর্তী, সুশান্ত নদী প্রমুখ। অনুষ্ঠানে ইরানী বিশ্বাসের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে কয়েকজনকে সম্মাননা জানানো হয়। আয়োজক সংস্থার পক্ষে শুভদীপ রায় এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের অক্লান্ত পরিশ্রমের ফসল এই নান্দনিক আয়োজন।

মিডিয়া | সোস্যালমিডিয়া আরও সংবাদ

৮ নভেম্বর চট্টগ্রাম বিভাগীয় পাঠাগার সম্মেলন

গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম নেটওয়ার্কের ফেলোশিপে নির্বাচিত হলেন লক্ষ্মীপুরের জিয়া

কমলনগর প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠানে বিশিষ্টজনদের মিলনমেলা

মিসু সাহা’র পিতার ১০ম মৃত্যুবার্ষিকী আজ

কমলনগর প্রেসক্লাবের নতুন কমিটির  সভাপতি মিঠু, সম্পাদক মুসা

লক্ষ্মীপুরে ২ সাংবাদিকসহ ৬ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে অনলাইন নিউজপোর্টাল প্রকাশনার নিবন্ধনের জন্য আবেদনকৃত, তারিখ: 9/12/2015  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2024
Editor & Publisher: Sana Ullah Sanu
Ratan Plaza(3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com