নিজস্ব প্রতিবেদক: গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম নেটওয়ার্ক (জিআইজেএন) এবং ইউরোপ-ভিত্তিক প্রতিষ্ঠান
মিডিয়া এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ( আইএমইডিডি) র ‘ইনট্রোডাকশন টু ইনভেস্টিগেটিভ জার্নালিজম ফেলোশিপ’-এর জন্য নির্বাচিত হয়েছেন জিয়া চৌধুরী। তিনি ছাড়াও বিশ্বজুড়ে মোট ছয়জন সাংবাদিক এই ফেলোশিপের জন্য নির্বাচিত হয়েছেন।
জিয়া চৌধুরী বর্তমানে বাংলাদেশী ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদক (ক্রাইম) হিসেবে কর্মরত রয়েছেন। তিনি জানান, আগামী নভেম্বর মাসে মূল কোর্সটি শুরু হবে ইউরোগের দেশে গ্রীসে। তবে এর আগে সেপ্টেম্বর মাসে শুরুতে অনলাইনে ক্লাস শুরু হবে।
গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম নেটওয়ার্ক (জিআইজেএন) এর এ প্রশিক্ষণ কর্মসূচি বিশ্বব্যাপী সাংবাদিকদের অনুসন্ধানমূলক সাংবাদিকতার জটিলতাগুলি নেভিগেট করার জন্য প্রয়োজনীয় দক্ষতার সাথে সজ্জিত করার আকাঙ্ক্ষা করে। অংশগ্রহণকারীরা তাদের বিষয়বস্তুর মূল বিষয়গুলিকে গভীরভাবে আবিষ্কার করবে, লুকানো সত্যগুলিকে উন্মোচন করবে এবং বিভিন্ন বিট এবং বিষয় জুড়ে অনুরণিত বিষয়গুলির উপর আলোকপাত করবে।
জিয়া চৌধুরী লক্ষ্মীপুর সদর উপজেলার হামছাদী ইউনিয়নের হাসুন্দি গ্রামের ইসহাক চৌধুরী বাড়ির বাসিন্দা। তিনি দৈনিক প্রথম আলো, যমুনা টেলিভিশন এবং দৈনিক মানবজমিন পত্রিকায় অপরাধ বিষয়ক রিপোর্টিং করে দেশ বিদেশে প্রচুর সুনাম কুড়িয়েছেন। সাংবাদিকতার জন্য পেয়েছেন একাধিক জাতীয় পুরস্কার।
0Share