তাবারক হোসেন আজাদ: রায়পুর বাংলাবাজার-কাজিরদিঘীর পাড় প্রায় সাড়ে ৩ কিলোমিটার সড়কের বেহাল দশা। এ সড়ক দিয়ে প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী সহ প্রায় প্রায় ১৫ হাজার চলাফেরা করে। কিন্তু এলজিইডি দপ্তরের অধীনে নির্মিত প্রায় ১০
পুরনো এ সড়কটি সংস্কারে কোন উদ্যেগ গ্রহন না করায় এলাকাবাসীর মাঝে ক্ষোভ বিরাজ করছে।
জানান যায়, প্রায় ১০ বছ র আগে রায়পুর এলজিইডি দপ্তরের উদ্যেগে সাড়ে ৩ কিলোমিটার রায়পুরের সাবেক রাষ্ট্রপ্রতি মোহাম্মদ উল্যা সড়ক হয়ে শ্রমিক বিড়ি ফ্যাক্টরী, শিবপুর, রুস্তমআলী ডিগ্রী কলেজ, শামছুর নাহার উচ্চ বিদ্যালয় ও বাংলা বাজার হয়ে কাজিরদিঘীর পাড় গিয়ে শেষ হয়।
কিন্তু এ সড়কগুলোর প্রায় ৫০ স্থানে বড় বড় গর্ত ও ফাটল দেখা দিয়েছে। প্রতিদিন প্রায় ৫ জন শিশু-বৃদ্ধ দুর্ঘটনায় আহত হচ্ছে। সড়কটি দ্রুত সংস্কার করার জন্য বলা হলেও কর্তৃপক্ষ তা শুনছে না।
উপজেলা এলজিইডি প্রকৌশলী আক্তার হোসেন ভূঁইয়া বলেন, পর্যাপ্ত বাজেট না হওয়ার কারনে ওই সড়কটি সহ উপজেলার বিভিন্ন সড়ক সংস্কার ও মেরামত করা যাচ্ছে না। বাজেট আসলে অবশ্যই দ্রুত কাজ করে দেওয়া হবে।
0Share