লক্ষ্মীপুর : রায়পুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. মুসলিম নামের এক ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় তার এক সহযোগীসহ গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গুলিবিদ্ধ মুসলিমকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে রায়পুর পৌরসভার দেনায়েতপুর গ্রামের সর্দার বাড়ির করিম সর্দারের ছেলে। (আজ) বুধবার ভোররাতে রায়পুর উপজেলার বামনি ইউনিয়নের সাঁইচা গ্রামে এ ঘটনা ঘটে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশকে লক্ষ্য করে ডাকাতদল গুলি ছোঁড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় ডাকাত মুসলিম ও তার সহযোগী শুকুর আলী নামে আরো এক ডাকাতকে গ্রেফতার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ৩ রাউন্ড গুলিসহ একটি এলজি, একটি চেনি ও একটি শাবল (দেশীয় অস্ত্র) উদ্ধার করা হয়।
মুসলিমের বিরুদ্ধে মাদক ব্যবসা, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে ৮টি এবং শুকুর আলীর বিরুদ্ধে ২টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
0Share