লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ সিনেমা হলের উত্তরপাশে দেওপাড়া গ্রামের এই সড়কটি পুরো বছরজুড়ে পানিতে ডুবে থাকে। সড়কটির পার্শ্ববর্তী অন্তত ১০টি বহুতল আবাসিক ভবন থেকে নির্গত পানির কারণে রাস্তাটি সারাবছরই ওই এলাকার বাসিন্ধাদের চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হচ্ছে স্কুলপড়ুয়া শিশু শিক্ষার্থীরা। সদর উপজেলার চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন টিপুর মাতা বেগম নাজমা তাহের নির্বাচনী প্রচারণাকালে রাস্তাটি সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। বিষয়টি জনগুরুত্ব সহকারে দেখার জন্য উপজেলার চেয়ারম্যানের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী। প্রতিবেদক : আলী হোসেন
0Share