জুনায়েদ আল হাবিবঃ কমলনগরের তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ে প্রকাশিত হলো শিক্ষার্থীদের লেখায় দেয়াল পত্রিকা ‘বেলাভূমি’র ৩য় সংখ্যা। রোববার (২ মে) বিদ্যালয়ের “আলোকযাত্রা” দলের সদস্যদের উদ্যেগে এটি প্রকাশিত হয়। এপ্রিল-মে এই সংখ্যাটির বিষয় নির্ধারণ করা হয় নববর্ষ। ‘আলোকযাত্রা’ দলের সদস্যদের লেখনি তে উঠে আসে বাঙালির ঐতিহ্য আর নববর্ষের বর্তমান। কেউ লিখলো নববর্ষের আনন্দের ভাগাভাগির কথা, কেউবা লিখলো বাংলা নববর্ষে কারো দুঃখের কথা গুলো।
৮ম শ্রেণীর নাহিদা সুলতানা লিমা লিখেছে ‘নানা আয়োজনে বৈশাখ’, ৭ম শ্রেণীর তাহমিনা আক্তার মিশু লিখলো নববর্ষের দিনে অপঘাতে মৃত্যু’, ৭ম শ্রেণীর তামান্না আক্তার লিখেছে ‘নিহিতার আত্মত্যাগ”। এভাবে আরও অনেকে নিজের ভাষায় নিজের কথাগুলো প্রতিবেদন আকারে তুলে ধরেছে।
প্রকাশের পর দেয়াল পত্রিকা ‘বেলাভূমি’তে ওদের লেখাগুলো পড়ার জন্য ভিড় জমান বিদ্যালয়ের শিক্ষক ও বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা। শিক্ষকরা ‘আলোকযাত্রা’ দলের সদস্যদের লেখালেখি চালিয়ে যাওয়ার পরামর্শ দেন।
শিক্ষার্থীদের উদ্যোগে প্রকাশিত দেয়াল পত্রিকা ‘বেলাভূমি’ দেখে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মামুনুর রশিদ বললেন, জীবনে ভালো স্বপ্ন দেখতে হলেই সকলকে লেখালেখির চর্চাটা একটু বাড়াতে হবে। এতেই আসবে স্বার্থকতা। ‘আলোকযাত্রা’ দলের সদস্যরা আগ্রহ প্রকাশ করে বলেন, এ রকম একটি পত্রিকা বের করতে পেরে আমরা আনন্দিত। আমরা নিয়মিত দেয়াল পত্রিকা ‘বেলাভূমি’ প্রকাশ করবো। ‘আলোকযাত্রা’ দলের সদস্যদের লেখাগুলো যাচাই-বাচাইয় ও সমন্বয়ের দায়িত্ব পালন করেন দৈনিক সংবাদের রামগতি-কমলনগর প্রতিনিধি এবং লক্ষ্মীপুরটোয়েন্টিফোর ডটকমের নির্বাহী কর্মকর্তা সানা উল্লাহ সানু।
প্রসঙ্গত, উপকূল সন্ধানী সংবাদকর্মী ও উপকূল বন্ধু খ্যাত রফিকুল ইসলাম মন্টু উপকূলের শিক্ষার্থীদের এগিয়ে নিতে উপকূল জুড়ে দেয়াল পত্রিকা ‘বেলাভূমি’ প্রকাশের এই উদ্যোগ নিয়েছেন। উপকূলের ১৫ জেলার প্রায় অর্ধশত স্কুলে এই পত্রিকা প্রকাশিত হচ্ছে। পড়ুয়াদের সৃজনশীল মেধা বিকাশ, লেখালেখি চর্চা আর চারপাশের জগত নিয়ে জ্ঞানের পরিধি বাড়ানোই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।
সংশিষ্টরাা আশা করছেন এ ধরনের উদ্যোগ উপকূলের শিক্ষার্থীদের আগামীর নতুন সম্ভাবনার দিগন্তে এগিয়ে নিতে সহায়তা করবে।
0Share