নিজস্ব প্রতিবেদক: ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে কমলনগর উপজেলার মেঘনা উপকূলীয় চরকালকিনি, চরমার্টিন ইউনিয়নের দক্ষিণ মার্টিন, পাটারিরহাট ইউনিয়নের পশ্চিম চর ফলকন ও পূর্ব চর ফলকন গ্রাম প্লাবিত হয়েছে।শনিবার (২১ মে) দুপুরে জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে গ্রাম গুলো প্লাবিত হয়। ওই গ্রামের কিছু লোক স্থানীয় উচুস্থান ও অস্থায়ী আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছে। পানির ঢেউয়ে নদী ভাঙ্গন বৃদ্ধি পেয়েছে।সিপিপি চর ফলকন ইউনিয়ন টিম লিডার আল আমিন রাশেদ বলেন, প্রায় দুই শতাধিক লোকজনকে প্লাবিত এলাকা থেকে উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে আনা হয়েছে। এদিকে, কমলনগর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ শামছুল আলম, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহবুবুল আলম মজুমদার ও কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ উপকূলীয় এলাকায় গিয়ে হাট বাজারের দোকানপাট বন্ধ করে দেন এবং স্থানীয়দের আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য অনুরোধ করেন।
0Share