নিজস্ব প্রতিবেদকঃ লক্ষ্মীপুর জেলা ভিত্তিক অনলাইন নিউজপোর্টাল লক্ষ্মীপুরটোয়েন্টিফোর ডটকম বর্তমান প্রজন্মের পাঠকদের সামনে নিত্য নতুন সব সেবা নিয়ে হাজির হচ্ছে। এরই ধারাবাহিকতায় এবার শুধুমাত্র ফেসবুক ভিত্তিক মোবাইল ও ট্যাব নির্ভর সংবাদ পাঠকদের জন্য অতিদ্রুতগতির এক বিশেষ সুবিধা চালু করেছে লক্ষ্মীপুরটোয়েন্টিফোর। চলতি বছরের ৯ জুলাই থেকে চালু হওয়া এ সুবিধার মাধ্যমে ফেসবুকে শেয়ার হওয়া যে কোন সংবাদ লিংকে ক্লিক করার সর্বোচ্চ ৩ সেকেন্ডে খুলে যাবে ঐ লিংকের সংবাদ। এ জন্য পাঠক কে ফেসবুক ছাড়া অন্য কোন ব্রাউজার ও ব্যবহার করতে হবে না।
মোবাইল ও ট্যাব ছাড়া ল্যাপটপ বা ডেস্কটপে এ সেবা পাওয়া যাবে না। ফেসবুক ভিত্তিক পাঠক বেড়ে যাওয়ার ধরুন লক্ষ্মীপুরটোয়েন্টিফোর এ দ্রুতগতির সেবা চালু করেছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা সানা উল্লাহ সানু। তিনি জানান, শুধু লক্ষ্মীপুরেই নয় বাংলাদেশের কোন সংবাদ মাধ্যমে এ রকম সেবা এই প্রথম।
জেলার পাঠকদের উন্নত সব প্রযুক্তির সাথে পরিচয় করিয়ে দিতে ইতোপূর্বে প্রতিষ্ঠানটি অ্যান্ড্রয়েড অ্যাপস ও চালু করে বলে জানান ও তিনি। গুগল প্লে স্টোর থেকে ইংরেজীতে লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বা https://goo.gl/IlC5OO এ লিংক থেকে মাত্র ২ এমবির অ্যান্ড্রয়েড অ্যাপসটি ডাউনলোড করা যাবে।
২০১২ সালের ২৬ মার্চ লক্ষ্মীপুর জেলা ভিত্তিক অনলাইন সংবাদ মাধ্যম হিসাবে চালু হওয়ার পর লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বিশ্বব্যাপী জেলাবাসি কে নানা ধরনের সংবাদ পরিবেশন করে আসছে। বর্তমানে প্রতিদিন ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রায় ৪০ হাজার পাঠক লক্ষ্মীপুরটোয়েন্টিফোর পড়ছেন। পাঠকদের কথা মাথায় রেখে প্রতিনিয়ত নতুন নতুন বিভাগ যোগ করে যাচ্ছে এ প্রতিষ্ঠান।
0Share