নিজস্ব প্রতিনিধি: কমলনগর উপজেলায় মেঘনা নদীর ভয়াবহ ভাঙনে হাজিরহাট-পণ্ডিতেরহাট সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে উপজেলা সদর হাজিরহাটের সঙ্গে কাদির পণ্ডিতেরহাটের সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। বর্তমানে চর লরেন্স হয়ে বিকল্প পথে চলাচল করতে হচ্ছে ওই এলাকার মানুষকে। বর্ষার শুরুতে কাদির পণ্ডিতেরহাট এলাকায় ভয়াবহ ভাঙন দেখা দেয়। ভাঙনের মুখে পড়ে কাদিরপণ্ডিতের হাট-হাজির হাট সড়ক। গত দুদিনের ভয়াবহ ভাঙনে ওই সড়কের দিঘিরপাড় অংশ সম্পূর্ণ বিলীন হয়ে যায়। ভাঙনের কারণে কাদির পণ্ডিতের হাট বাজারের দোকানপাট সরিয়ে নেওয়া হচ্ছে।
স্থানীয়রা জানায়, বর্ষা শুরুতে মেঘনার ভাঙন ভয়াবহ রূপ নেয়। গত ১০-১২ দিনে ভাঙন ধেয়ে আসে বাজারে। বাজারের কিছু দোকান-ঘর নদীতে বিলীন হয়ে গেছে। ভেঙে যায় বাজারে প্রবেশের অর্ধেক রাস্তা। গত দুদিনের ভাঙনে সম্পূর্ণ রাস্তা (দিঘিরপাড় অংশ) বিলীন হয়ে গেছে।
স্থানীয় সাহেবের হাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল খায়ের বলেন, এ সড়ক দিয়ে প্রতিদিন ট্রাক, পিকআপ, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলসহ শত শত যানবাহন চলাচল করত। ভাঙনে এখন সড়ক বিলীন। যে কারণে উপজেলা সদরের সঙ্গে সরাসরি যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।
মেঘনা নদীর ভয়াবহ ভাঙনে কমলগরের রাস্তাঘাট, ঘরবাড়ি, হাটবাজার, শিক্ষাপ্রতিষ্ঠান, আশ্রয়ণকেন্দ্র ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। হুমকির মুখে রয়েছে সরকারি-বেসরকারি বহু স্থাপনা।
0Share