আলী হোসেন, লক্ষ্মীপুর : আগামী অর্থবছরে লক্ষ্মীপুর-চৌমুহনী-ফেনী মহাসড়ক ২৪ ফুটে উন্নতি করা হবে। এরপর ধীরে ধীরে ৩০-৪০ ফুট করা হবে। পরে ৪ লেন করার বিষয়টি চিন্তা ভাবনা রয়েছে।শুক্রবার (২৯ জুলাই) সকালে লক্ষ্মীপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব তথ্য জানান। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, দেশে সাম্প্রদায়িক উগ্রবাদিরা এখন অনেক শক্তিশালী হয়েছে। রাজনীতিতে উগ্রবাদিরা নীরবে থাকলেও গোপনে তারা তাদের অবস্থান করে নিয়েছে। তারা অস্ত্র, অর্থ ও সাংগঠনিক বলে ভয়ংকর অবস্থান তৈরি করেছে। শব্দ বোমা পাঠিয়ে এদের ধরা যাবেনা। দেশের মানুষকে নিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি আরো বলেন, লক্ষ্মীপুুরসহ দেশের বিভিন্ন স্কুল ও মাদ্রাসায় জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়না। কিন্তু দলীয় নেতাকর্মীরা এসব ব্যাপারে কোন খোঁজখবরই রাখেন না। নেতাকর্মীদের এসব ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানান তিনি। মন্ত্রী বলেন, বিচ্ছিন্ন ও দুর্বল আন্দোলন করে সাম্প্রদায়িক উগ্রবাদিদের ষড়যন্ত্রে ফাটল ধরানো যাবে না। এসব উগ্রবাদিদের নিশ্চিহ্ন করতে হলে জনসাধারণের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনায় গণজাগরণ গড়ে তুলতে হবে। সভায় আরো উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) কংকন চাকমা, পুলিশ সুপার আসম মাতহাব উদ্দিন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. নুরউদ্দিন চৌধুরী নয়ন, সদর উপজেলা চেয়ারম্যান একেএম সালাহ্ উদ্দিন টিপুসহ জেলায় কর্মরত বিভিন্ন সাংবাদিকবৃন্দ। বর্ষার মৌসুমে যাতে রাস্তায় চলাচলকারীদের দুর্ভোগ না হয় সেজন্য সড়ক চলাচলের উপযোগী করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দেয় মন্ত্রী।
0Share