নিজস্ব প্রতিনিধি:: দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে লক্ষ্মীপুরে রেল লাইন স্থাপনের প্রক্রিয়া শুরু হয়েছে। এটি বাস্তবায়িত হলে ফেনী থেকে চৌমুহনী হয়ে লক্ষ্মীপুরে যাতায়াত শুরু করবে স্বপ্নের রেল।এতে কুমিল্লা, ফেনী,নোয়াখালী এবং লক্ষ্মীপুর জেলার ৮০ লাখ মানুষ ট্রেনে যাতায়াতের সুযোগ পাবে।
রেলওয়ে সূত্র জানায় নতুন এ রেললাইন স্থাপনের জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহের প্রক্রিয়া চলছে। এ প্রকল্পে তেমন অর্থ লাগবে না। রেলওয়ে সূত্র জানায় গত ২০১৪ সালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়েদুল কাদের রেল মন্ত্রী মজিবুল হকের কাছে লক্ষ্মীপুরে রেললাইন স্থাপনের উদ্যোগ নেয়ার জন্য একটি ডিও লেটার ( ডিও- যোম/মমদ/২০১৪-৪৯১) দেন।রেল মন্ত্রী ওই ডিও লেটারের ভিত্তিতে রেল সচিব কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য নিদের্শ দেয়ার প্রেক্ষিতে লক্ষ্মীপুরে রেললাইন স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে।রেল মন্ত্রনালয়ের প্রশাসন শাখা-১ হতে রেলের পূর্বাঞ্চলীয় মহাব্যবস্থাপককে প্রয়োজনীয় নির্দেশ দেয়া হয়েছে।
আরো পড়ুন :
লক্ষ্মীপুরে রেললাইন শুধু জরিপ করেই ৪১ বছর পার!
0Share