লক্ষ্মীপুর প্রতিনিধি: দীর্ঘ ১২ ঘন্টা ্পর লক্ষ্মীপুর-ভোলা রুটের ফেরি চলাচল আবার স্বাভাবিক হয়েছে। এর আগে সোমবার ( ২৭ ফেব্রুয়ারি) ভোর রাতে ঘনকুয়াশার কারণে ১৫টি যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাক নিয়ে লক্ষ্মীপুরের মজুচৌধুরী হাট মেঘনা নদীর ডুবোচরে আটকা পড়ে লক্ষ্মীপুর-ভোলাগামী ফেরি কনকচাঁপা।
জানাযায়, কনকচাঁপা ফেরিটি ভোর ৫টায় মজুচৌধুরী হাট ঘাট থেকে ভোলার উদ্দেশ্যে রওয়ানা হয়। পরে মেঘনা নদীর মোহনায় গিয়ে ঘনকুয়াশার কারণে মূল চ্যানেল থেকে ডুবোচরে উঠে যায়। এতে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাক নিয়ে ফেরিটি আটকা পড়ে। কনকচাঁপা ফেরির মাষ্টার আব্দুস সালাম জানান, জোয়ার পর ফেরিটি চালিয়ে ভোলায় নিতে সক্ষম হই।
0Share