নিজস্ব প্রতিনিধি : এবার লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগ রায়পুর ইউনিটের উদ্যোগে নির্মিত হলো শহীদ মিনার। সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রায়পুর উপজেলার আব্দুর রহমান আদর্শ উচ্চ বিদ্যালয়ে শহীদ মিনারটি উদ্ভোধন করা হবে। লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের পরামর্শে রায়পুর উপজেলা ছাত্রলীগ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য নির্মাণ করেছে এ কাংখিত শহীদ মিনার। শহীদ মিনারটি নির্মাণে অগ্রনী ভূমিকা পালন রায়পুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তারেক আজিজ জনি।
এ প্রসঙ্গে লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল জানান,
সংবাদ মাধ্যমে জানতে পেরেছি এবং নিজেরা দেখেছি এ জেলায় বহু প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই। শহীদ মিনারের সাথে আমাদের স্বাধীনতার সত্তা মিশে আছে। শহীদ মিনার না থাকলে বাংলা ভাষা ও ছাত্র সমাজের সেই সংগ্রামী ইতিহাসের কথা কিভাবে জানবে আমাদের নতুন প্রজন্ম। তাই এ বিষয়ে ছাত্রলীগ উদ্যোগে নিয়েছে। রায়পুর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ও স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীদের নিরলস পরিশ্রমের মাধ্যমে এ শহীদ মিনারের নির্মাণ কাজ প্রায় সম্পন্ন হয়েছে।
জনাব সোহেল লক্ষ্মীপুরটোয়েন্টিফোর কে জানান, যে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার নেই সেগুলোতে শহীদ মিনার নির্মানের জন্য ছাত্রলীগ সবাই কে এগিয়ে আসার আহবান জানাবে।
আরো পড়ুন: শহীদ মিনার নির্মাণের স্বপ্ন পূরণ করে দিলো স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্ন নিয়ে’
0Share