নিজস্ব প্রতিনিধি : লক্ষ্মীপুরে মজুচৌধুরীহাট পরিদর্শন করেছেন বিআইডব্লিউটিয়ের একটি প্রতিনিধি দল । মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে ওই প্রতিনিধিদলের সাথে ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। এর আগে জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পালের সাথের প্রতিনিধি দলের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।। এ সময় নৌ-বন্দর বাস্তবায়নের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পরিদর্শন শেষে মজুচৌধুরীরহাট নদীবন্দর উন্নয়ন প্রকল্পের সুপারিশ প্রণয়ন কমিটির আহবায়ক একেএম আরিফ উদ্দিন তার ফেসবুক প্রোফাইলের পোস্টে লেখেন,
লক্ষ্মীপুরে নবঘোষিত মজু চৌধুরীর হাট নদী বন্দরে প্রয়োজনীয় ভৌত-অবকাঠামো নির্মাণ ও ড্রেজিং কার্যক্রম সম্পন্নপূর্বক বন্দরটি পূর্ণাঙ্গভাবে চালুকরণের লক্ষ্যে সুপারিশ প্রণয়নের জন্য গঠিত কমিটির সরেজমিন পরিদর্শন.
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটি’র যুগ্ম পরিচালক (বন্দর) ও মজুচৌধুরীরহাট নদীবন্দর উন্নয়ন প্রকল্পের সুপারিশ প্রণয়ন কমিটির আহবায়ক একেএম আরিফ উদ্দিন, যুগ্ম পরিচালক (উদ্ধার) মোঃ ফজলুর রহমান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী এএইচএম ফরহাদ উজ্জামান।
চাঁদপুর ডিভিশনের নির্বাহী প্রকৌশলী (পুর) মোঃ রবিউল ইসলাম, বন্দর ও পরিবহন কর্মকর্তা মোঃ আবদুর রাজ্জাক, নির্বাহী প্রকৌশলী (পুর) মোঃ রবিউল ইসলাম। এ সময় নৌ-বন্দর বাস্তবায়ন কমিটির সভাপতি ও লক্ষ্মীপুর সমাচার পত্রিবার সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া আজাদ ও সদস্য সচিব মোঃ খসরু নোমান (রতন) উপস্থিত ছিলেন।
0Share