নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরে উৎসব মুখর পরিবেশে জনপ্রিয় চ্যানেল মাইটিভির ৯ম বর্ষপুর্তি উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। রোববার (১৫ এপ্রিল) সকাল ১০টায় জেলার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত বর্ণাঢ্য বর্ষপুর্তি পালন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মাইটিভি প্রতিনিধি মো. আলী হোসেন।
এ সময় বক্তব্য রাখেন, জেলা আ.লীগের শ্রমবিষয়ক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল, প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম, জেলা আ.লীগের সহ-প্রচার সম্পাদক মুনছুর আহম্মেদ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এম ছাবির আহম্মেদ, প্রতাপগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোস্তাফা কাজল, চন্দ্রগঞ্জ বাজার ম্যানেজিং কমিটির সভাপতি ওবায়দুল হক পাটোয়ারী, জেলা জাতীয়পার্টির সহ-সভাপতি সামছুদ্দিন পাটোয়ারী, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সহিদুল ইসলাম, চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন, লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সদস্য কাজী মামুনুর রশিদ বাবলু, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. সাহাবুদ্দিন, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি ওমর ফারুক আরজু প্রমুখ।
মাইটিভির এই বর্ষপুর্তি পালন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ম্যানেজিং কমিটির সদস্য মো. বাবুল হোসেন, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি অহিদ মিয়া, সহ-সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ মিলন, সাংগঠনিক সম্পাদক মো. আলাউদ্দিন, কোষাধ্যক্ষ ইব্রাহীম খলিল মনজু, কার্যনির্বাহী সদস্য আব্দুন নূর, প্রেসক্লাবের সদস্য কবির আহমদ ফারুক, কামালুর রহিম সমর, জাহিদুর রহিম, মনির হোসাইন, চন্দ্রগঞ্জ থানা হিন্দু বৌদ্ধ, খ্রীষ্টান এক্যপরিষদের নেতা বাবু গৌতম মজুমদার, নিরাপদ সড়ক চাই চন্দ্রগঞ্জ থানা কমিটির যুগ্ম আহ্বায়ক সমীর কর্মকার সাগর, চন্দ্রগঞ্জ থানা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সেলিম, চন্দ্রগঞ্জ থানা তরুণলীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, কফিল উদ্দিন কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আনসার উদ্দিন, চন্দ্রগঞ্জ ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক এম মাসুদুর রহমান মাসুদ, স্বেচ্ছাসেবী সংগঠন ‘সবুজ বাংলাদেশ’ চন্দ্রগঞ্জ থানা কমিটির সভাপতি ইমরান হোসেন প্রমুখ।
বক্তারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য মাইটিভির প্রশংসা করে বলেন, ভবিষ্যতেও যেন এই ধারা অব্যাহত থাকে। এ সময় বিপুল সংখ্যক শিক্ষার্থী, বাজারের ব্যবসায়ী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
0Share