নিজস্ব প্রতিনিধি, রায়পুরঃ লক্ষ্মীপুরের রায়পুরে প্রায় ৫৩ লাখ টাকা মূল্যের দেড় লাখ মিটার অবৈধ কারেন্ট জাল আটক করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে জাল আটক করা হয়। পরে মেঘনা নদীর পাড়ে ভোরে এলাকাবাসী ও মৎস্য বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে আটককৃত জালগুলো পুড়িয়ে ফেলা হয়। স্থানীয় কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার জহিরুল ইসলাম মৈশান জানান, গোপন সূত্রে জানতে পেরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে প্রায় দেড় লাখ মিটার অবৈধ কারেন্ট জাল আটক করা হয়। পরে এসব জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়।
অভিযান চলাকালে জেলেরা পালিয়ে যাওয়ার কারনে কাউকে আটক করা সম্ভব হয়নি। প্রতিদিনের ন্যায় অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
0Share