নিজস্ব প্রতিনিধি, রায়পুর: লক্ষ্মীপুরের রায়পুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আদালতে ডাক্তার ও তার ভাইয়ের বিরুদ্ধে মারামারি ও ভাংচুরের মামলায় করায় হুমকি-ধামকি ও আতঙ্কিত রয়েছে রিনা বেগম (৪০) নামে বিধবা নারী। মামলা প্রত্যাহার বসতবাড়ী থেকে চলে যেতে প্রতিনিয়ত ডাক্তার ও তার পরিবারের লোকজন বিধবা নারীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সোনাপুর ইউনিয়নের উত্তর রাখালিয়া গ্রামের উজির আলী মাঝি বাড়ীতে। বিধবা নারী রিনা বেগম একই এলাকার মৃত: মো: আমিনের স্ত্রী এবং অভিযুক্ত লক্ষ্মীপুর আধুনিক হাসপাতালের ডাক্তার মো: শাহাজাহান তার ভাই হুমায়ুন কবির একই এলাকার মৃত: অলি উল্যার ছেলে।
ক্ষতিগ্রস্ত বিধবা রিনা বেগম জানান, প্রায় ২ বছর আগে তার স্বামী মারা যাওয়ার আগে ১ একর ৪ শতাংশ জমি তার নামে লিখে দিয়ে যান। যার মধ্যে ৯০ শতাংশ জমির সাড়ে ৬২ শতাংশ ডাক্তার শাহাজাহান ও সাড়ে ২৮ শতাংশ জমি তার ভাই দুলালের কাছে বিক্রি করেন রিনা বেগম। বাকী ১৪ শতাংশ জমির মধ্যে ২ মেয়েকে নিয়ে মানবেতর জীবনযাপন করে আসছেন রিনা বেগম। এ সুযোগে ডাক্তার শাহাজাহান তার পরিবার ও লোকজন দিয়ে রিনা বেগমের ১৪ শতাংশ তাদের দাবি করে ওই বসতবাড়ী থেকে চলে যাওয়ার জন্য হুমকি দিয়ে আসছে। তিনি বাড়ী থেকে না যাওয়ায় ও অন্যায়ের প্রতিবাদ করায় গত ২২ মে ডাক্তার ও তার ভাই স্থানীয় সন্ত্রাসী দিয়ে বাড়ীতে হামলা হামলা চালিয়ে বসত ঘর কুপিয়ে ভাংচুর করে রিনা বেগমকে পিটিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে চিকিৎসা দিয়েছেন। এ ঘটনায় চেয়ারম্যান ও মেম্বারের কাছে বিচার না পেয়ে গত ২৩ মে লক্ষ্মীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে রিনা বেগম বাদী হয়ে ডাক্তার ও তার ভাইসহ ৮ জনের বিরুদ্ধে মামলা করেন।
এ ঘটনায় ডাক্তার শাহাজাহান তার ভাই হুমায়ুন কবির মোবাইল ফোনে জানান, রিনা বেগমের স্বামী মারা যাওয়ার আগে তিন আমাদের কাছে সব জমি বিক্রি করে যান। মারামারি, বসতঘর ভাংচুর ও রিনা বেগমকে মারধর বিষয়ে কিছুই জানি না।
রায়পুর থানার ওসি তদন্ত সোলাইমান চৌধুরী জানান, ডাক্তার শাহাজাহান ও তার ভাই হুমায়ুন কবিরসহ অন্যদের বিরুদ্ধে রিনা বেগমের আদালতের মামলাটি এখনো আমরা পাইনি। মামলাটি থানায় আসলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
0Share