নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে পুলিশের সাথে গোলাগুলিতে মাদক ব্যবসায়ি মো: সোহেল রানা (প্রকাশ্যে সুরাইয়া সোহেল) নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ । সে দেনায়েতপুর গ্রামের রায়পুর পৌরসভা অফিস সংলগ্ন সর্দার বাড়ির মৃত আবদুল মুনাফের ছেলে । রায়পুর-চাঁদপুর সড়কের সিংয়েরপুল নামক স্থানে বুধবার(১১ জুলাই) ভোররাতে এ গোলাগুলির ঘটনা ঘটে । এ সময় দুই পুলিশ কর্মকর্তাও আহত হন । পুলিশ ঘটনাস্থল থেকে ১টি এলজি, ৩ রাউন্ড গুলি , ৬ রাউন্ড গুলির খোসা, ৩’শ পিস ইয়াবা উদ্ধার করেছে ।
পুলিশ জানায়, মঙ্গলবার(১০ জুলাই) বিকেলে লক্ষ্মীপুরের ঝুমুর সিনেমা হল এলাকা থেকে পুলিশের তালিকাভূক্ত ২২ মামলার পলাতক আসামী সোহেল রানাকে গ্রেপ্তার করে । পরে তার দেখানো মতে রাত আনুমানিক ৩ টায় রায়পুর চাঁদপুর সড়কের সিংয়ের পুল এলাকার একটি পরিত্যক্ত ঘরে ইয়াবা উদ্ধারে পুলিশ অভিযানে গেলে সোহেলের সহযোগিরা তাকে পুলিশের নিকট থেকে ছিনিয়ে নেয়ার জন্য পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে । এ সময় সোহেল পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তার সহযোগিদের গুলিতে আহত হয় । পুলিশ গুলিবিদ্ধ আহত সোহেলকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে প্রেরন করে । পরে পুলিশ সদর হাসপাতালে আহত সোহেল নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করে । এ বিষয়ে মাদক ব্যবসায়ি সোহেলের পরিবারের কারো বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
রায়পুর থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান , সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে, পুলিশ পাল্টা ও ৩ রাউন্ড ফাঁকা গুলি বর্ষন করে । এ সময় দুই পুলিশ কর্মকর্তাও আহত হন । তারা হলেন এস আই মোতাহার ও এস আই গোলাম মোস্তফা । তাদেরকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে । নিহত সোহেলের বিরুদ্ধে রায়পুর ও চাঁদপুরের হাইমচরসহ অন্যান্য থানায় অস্্র, মাদক, ডাকাতি, চাঁদাবাজি, নারী নির্যাতনসহ বিভিন্ন অপরাধে ২২ টি মামলা রয়েছে ।
0Share