নিজস্ব প্রতিনিধি, লক্ষ্মীপুরটোয়েন্টিফোর: আগামী নির্বাচনের আগেই নোয়াখালী বিমান বন্দরের আনুষ্ঠানিকতা শুরু করে এর ভিত্তি প্রস্তর স্থাপন করা হবে । নোয়াখালীতে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এ.কে.এম শাহজাহান কামাল এমপি । রবিবার বিকালে প্রস্তাবিত নোয়াখালী বিমান বন্দর নির্মাণের লক্ষে নোয়াখালী সদর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ধর্মপুর ইউনিয়নের উত্তর ওয়াপদা বাজারে অনুষ্ঠিত জনসভায় তিনি আরো বলেন,নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে দায়িত্ব দিয়েছি তিনমাসের ভিতর রির্পোট দেয়ার জন্য। যদি রিপোর্ট পজেটিভ হয় তাহলে নোয়াখালীতে বিমান বন্দর হবে মন্ত্রী হিসেবে আমি এ ওয়াদা করে গেলাম ।
নোয়াখালী বিমান বন্দর বিষয়ে আরো জানতে ক্লিক করুন: নোয়াখালী বিমান বন্দর
সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহিনের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন,নোয়াখালী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি,বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হক,বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম নাঈম হাসান,অতিরিক্ত সচিব মো. ইমরান,জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিম,জেলা আওয়ামীলীগের উপদেষ্টা গোলাম মহি উদ্দিন লাতু,লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন ।
এ সময় আরো উপস্থিত ছিলেন নোয়াখালীর জেলা প্রশাসক মো. মাহবুব আলম তালুকদার,পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ,জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মমিন বিএসসি,মাওলা জিয়াউল হক লিটন,শহর আওয়ামীলীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান নাছের,জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট আলতাফ হোসেন,জেলা যুবলীগের আহ্বায়ক ইমন ভট্ট,যুগ্ম আহ্বায়ক একরামুল হক বিপ্লব প্রমুখ ।
এর আগে মন্ত্রী নোয়াখালী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপির বাড়িতে সাংবাদিকদের সাথে প্রেস কনফারেন্স করেন । কনফারেন্স শেষে তিনি বিমান বন্দর স্থান পরিদর্শনে যান । পরিদর্শন শেষে তিনি স্থানীয় এ জনসভায় বক্তব্য প্রদান করেন ।
0Share