নিজস্ব প্রতিনিধি: কুমিল্লার টমচম ব্রিজ থেকে লালমাই-লাকসাম-বেগমগঞ্জ হয়ে নোয়াখালীর সোনাপুর পর্যন্ত ফোর লেন নির্মাণের কাজ দ্রুতগতিতে চলছে। কিন্তু এ পর্যন্ত বৈদ্যুতিক খুঁটি অপসারণ না করায় ফোর লেন কাজে বিঘ্ন ঘটছে। এতে নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন করা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের নোয়াখালী জেলা নির্বাহী প্রকৌশলী নিমাই পাল জানান, বৈদ্যুতিক খাঁটি অপসারণের জন্য বিদ্যুৎ বিভাগকে দুই কোটি টাকার ওপর ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। কিন্তু এ পর্যন্ত খুঁটি অপসারণ না করায় কাজে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
বাংলাদেশ বিদ্যুত উন্নয়ন বোর্ড চৌমুহনী বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. সাইফুর রহমান জানান, টাকা জমা দিলেই কাজ শুরু করা যায় না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদনের পর দরপত্র আহ্বান ও দরপত্র গ্রহণ করে ঠিকাদার নিয়োগ করে কার্যাদেশ প্রদান করার পর ঠিকাদার কাজ শুরু করবে। এতে কিছু সময় প্রয়োজন। অবশ্য এরই মধ্যে অনেক কাজ সম্পন্ন হয়েছে।
0Share