শাকের মোহাম্মদ রাসেল: লক্ষ্মীপুর পৌরসভার সাধারণ মানুষের চাহিদা পূরনে ইতোমধ্যে নির্মিত হতে যাচ্ছে দেড় লাখ গ্যালন পানির ক্ষমতা সম্পন্নb পানির ট্যাংক। বাংলাদেশ সরকার, এডিবি এবং ওএফআইডি এর অর্থায়নে তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতি করন প্রকল্প আওতায় লক্ষ্মীপুর পৌরসভার পানি সরবরাহ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
বুধবার বিকেলে শহরের বাঞ্চানগর এলাকায় পৌরসভার ৪র্থতম পানির টাঙ্কির ভিত্তি প্রস্তর স্থাপন করেন পৌর মেয়র আবু তাহের। এলজিইডি, ডিপিএইচ ও লক্ষ্মীপুর পৌরসভার যৌথ বাস্তবায়নের নির্মাণ ব্যয় ধরা হয়েছে চাব্বিশ কোটি টাকা। ভিত্তি প্রস্তর স্থাপনকালে বিশেষ অতিথি হিসেবে উপস্থি ছিলেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু, এলজিইডি নির্বাহী প্রকৌশলী এ কে এম রশিদ আহমদে, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ নাছরুল্লাহ, লক্ষ্মীপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবুল বাসার, পৌর সচিব আলাউদ্দিন।
ওয়াটার সাপ্লাই প্রকল্পের আওতায় কাজের কম্পোনেন্ট সমূহের মধ্যে রয়েছে প্রোডাকশন টিউবওয়েল ৭টি, পাইপ লাইন ৩৩ কিলোমিটার,হ্যান্ড টিউবওয়েল ৫০টি, ৪ হাজার টি পানির মিটার, আয়রণ ট্রিটমেন্ট প্লান্ট ১টি। যার পরিশোধিত ক্ষমতা ঘন্টায় তিনশত ঘনমিটার। এবং ওভারটেক ট্যাংক ১টি। যার ধারণ ক্ষমতা ৬৮০ ঘনমিটার তথা ১ লাখ ৫০ হাজার গ্যালন।
ভিত্তি প্রস্তর শেষে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী প্রকৌশলী একেএম মোস্তাফিজুর রহমান, লক্ষ্মীপুর প্রেসক্লাব সভাপতি কামাল উদ্দিন হাওলাদার, সাধরণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল,। এসময় উপস্থিত ছিলেন, পৌরসভার সহকারী প্রকৌশলী (পানি) শামছুদ্দিন, উপ-সহকারী প্রকৌশলী সামছুল আলমসহ পৌর সকল কাউন্সিলরবৃন্দ।
0Share