মহামারী করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সেবায় লক্ষ্মীপুরের পাঁচটি সরকারি হাসপাতালের চিকিৎসকদের সুরক্ষার জন্য ১৩৪টি পারসোনাল প্রটেক্টিভ ইক্যুপমেন্ট (পিপিই) দিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ব বিদ্যালয়-বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশন এবং বেসরকারি সংস্থা মানুষের জন্য ফান্ডেশন। এ কাজে সর্বাত্মক সহযোগি ছিল লক্ষ্মীপুর জেলার তরুণদের সেচ্ছাসেবী সংগঠন ‘লক্ষ্মীতারুণ্য’’।
বুধবার (৮ এপ্রিল) সকালে লক্ষ্মীতারুণ্যের প্রতিনিধিরা জেলা সিভিল সার্জন ডাঃ আবদুল গাফ্ফারের হাতে ওই পিপিই গুলো তুলে দেন। এগুলোর মধ্যে লক্ষ্মীপুর সদর হাসপাতালের চিকিৎসকদের জন্য ৫০টি, রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের জন্য ২৮টি, রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের জন্য ২৮টি, কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের জন্য ১৪টি এবং রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের জন্য ১৪টি।
সিভিল সার্জন পরে সংশ্লিষ্টদের তার পৌঁছে দিবেন। এদিকে এ দূর্যোগ মূহুর্তে ‘লক্ষ্মীতারুণ্য’ সংগঠনের এমন উদ্যোগের জন্য তাদের প্রতি ধন্যবাদজ্ঞাপন করেন।
0Share