লক্ষ্মীপুরে আল-আকসা সঞ্চয় ঋণদান সমবায় নামের একটি সমিতির কিস্তির (ঋণ) টাকা সময়মতো পরিশোধে ব্যর্থ হওয়ায় আবদুল করিম (৩৫) নামে এক দিনমজুরকে রাতভর আটক রাখার অভিযোগ উঠেছে। পরে সোমবার দুপুরে ৯৯৯ এ ফোন পেয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানা পুলিশ গিয়ে তাকে ওই সমিতির কার্যালয় থেকে উদ্ধার করে। এসময় সমিতির পরিচালক পারভেজ হোসেন নামে এক ব্যক্তিকেও পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। এর আগে রোববার (১৫ আগস্ট) রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ বাজারে ওই সমিতির একটি কক্ষে করিমকে রাতভর আটকে রাখা হয়।
আবদুল করিম ভবানীগঞ্জ এলাকার নুর আলমের ছেলে ও আটক পারভেজ একই এলাকার তসলিম আহমেদের ছেলে।
আবদুল করিমের স্ত্রী রওশন আরা জানায়, প্রায় দুই বছর আগে করিম ওই সমিতি থেকে সাপ্তাহিক কিস্তিতে সুদে এক লাখ ২০ হাজার টাকা ঋণ নেয়। তিন কিস্তিতে ঋণের ৩৮ হাজার ৫০০ টাকা পরিশোধ করা হয়। করোকালীন লকডাউনে সংসারে অভাব অনটন দেখা দিলে ঋণের টাকা পরিশোধ সম্ভব হয়নি। এর মধ্যেই টাকা পরিশোধের জন্য পারভেজ বিভিন্নভাবে চাপ দেয়। রোববার রাতে পারভেজ তার অফিসে করিমকে ডেকে নেয়। পরে তাকে অফিসের একটি কক্ষে আটকে রাখে। রাতভর ঘরে না ফেরায় তিনি খোঁজ নিয়ে জানতে পারেন তাঁর স্বামীকে করিম আটকে রেখেছে। পরে তিনি ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশকে ঘটনাটি জানায়। সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে করিমকে উদ্ধার ও সমিতির পরিচালক পারভেজকে আটক করে থানায় নিয়ে আসে।
সদর থানার উপ-পরিদর্শক নুর নবী বলেন, ৯৯৯ এ অভিযোগের ভিত্তিতে করিমকে বন্ধ কক্ষ থেকে উদ্ধার করা হয়েছে। সমিতির পরিচালককেও থানায় নিয়ে আসা হয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়ার কথা জানালেন তিনি।
0Share