হাঁস ধরা, মোরগের লড়াই, নক আউট ক্রিকেট টুর্ণামেন্ট, কেক কাটাসহ নানা বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে উদ্যাপন করা হয়েছে পিয়ারাপুর স্পোর্টিং ক্লাবের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী। মঙ্গলবার রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের পিয়ারাপুর শহীদ মাজহারুল মনির উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে এসব আয়োজন করা হয়। অনুষ্ঠানে পিয়ারাপুরের খেলোয়াড়দের পুনর্মিলনীসহ, কেক কাটা, আতশবাজি, ফানুস উড়ানো, সর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট, মোরগের লড়াই, হাঁস ধরা খেলাসহ বিভিন্ন ইভেন্টের আয়োজন করা হয়।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভবানীগঞ্জ ইউনিয়নর পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম রনি, ভবানীগঞ্জ ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হালিম মাস্টার, মোঃ ফজলুর রহমান ঢালী, স্থানীয় ইউপি সদস্য মোঃ জসিম উদ্দিন, পিয়ারাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দিদার হোসেন ও রামগঞ্জ উপজেলা ভূমি অফিসের নাজির মোঃ ফজলুল হক।
এসময় উপস্থিত ছিলেন, মোঃ জহিরুল হক, ফয়সাল, সৈকত, হিরু, হিমুসহ পিয়ারাপুর স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা ও সদস্যবৃন্দ।
পরে আমন্ত্রিত অতিথিদের নিয়ে এক প্রীতি ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়। তাদের মাঠ কাপানো বলিং ও ব্যাটিং দেখে নাচে গানে উৎসবে মেতে ছিলো দর্শকরা। প্রতিবছর এই দিনে ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এ ধরনের আয়োজন করে বলে জানান আয়োজকরা।
0Share