জাতিসংঘ শান্তিরক্ষা মিশন আনমিসে (দক্ষিণ সুদান) মৃত্যুবরণকারী ল্যান্স কর্পোরাল কফিল মজুমদারের মরদেহ লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরসীতা এলাকায় তার নিজ বাড়িতে নিয়ে আসা হয়।
আজ বৃহস্পতিবার বিকালে সেনাসদস্যের মরদেহ অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্নের জন্য আর্মি এভিয়েশনের হেলিকপ্টারযোগে তার নিজ গ্রামের বাড়িতে নিয়ে আসে। মৃত্যুবরণকারী ল্যান্স কর্পোরাল কফিল মজুমদার রামগতি উপজেলার চরসীতা এলাকার বাসিন্দা মৃত প্রানেশ মজুমদারের ছোট ছেলে।
সেনাসদস্যের জেঠাতো ভাই উদয়ন মজুমদার বলেন, আমার ভাই ল্যান্স কর্পোরাল কফিল মজুমদার মস্তিস্কে রক্তক্ষরণ জনিত কারণে গত ৬ এপ্রিল আনমিসে মৃত্যুবরণ করেন। গত বুধবার (১৩ এপ্রিল) তার মরদেহ দেশে এসে পৌঁছায়। ঢাকায় সকল আনুষ্ঠানিকতা শেষে তাঁর মরদেহ অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্নের জন্য আর্মি এভিয়েশনের হেলিকপ্টারযোগে রামগতিতে নিয়ে আসে।
0Share