লক্ষ্মীপুর জেলা পরিষদের নির্বাচনে প্রথমবারের মতো ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এর মাধ্যমে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
জেলা পরিষদের নির্বাচনে রামগতি উপজেলা সাধারণ সদস্য পদপ্রাথী মেজবাহ উদ্দিন ভিপি হেলাল (বৈদ্যুতিক পাখা) ৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুহাম্মদ আমজাদ হোসেন (তালা) পেয়েছেন ৪৪ ভোট, এস এম শামীম (হাতি) পেয়েছেন ৩ ভোট, রোপেনা আক্তার (উটপাখি) পেয়েছেন ২ ভোট এবং মো. রিয়াজ উদ্দিন (টিউবওয়েল) কোন ভোট পাননি।
এ নির্বাচনে জেলা পরিষদের সাধারণ সদস্য পদে ৫ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ৫জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটকেন্দ্র ঝুঁকি মুক্ত রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়োজিত ছিলো।
সংরক্ষিত মহিলা সদস্য পদে শারমিন জাহান অরিন (ফুটবল) ২৬ ভোট পেয়েছেন, পারভীন আক্তার (টেলিফোন) ৪২ ভোট, উম্মে কুলছুম (হেরিন) ৩১ ভোট, ফরিদা ইয়াছমিন লিকা ১৫ ভোট পেয়েছেন এবং রোমানা ফেরদাউস (মাইক) কোন ভোট পাননি।
উল্লেখ্য: ২০১৭ সালে জেলা পরিষদের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। বর্তমানে রামগতি উপজেলার ৮টি ইউনিয়নের ৮জন চেয়ারম্যান, ৯জন মেম্বার ও সংরক্ষিত নারী সদস্য ৩জন এবং পৌর মেয়র, ৯ জন কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর ৩জন নিয়ে মোট ১২০ জন ভোটার রয়েছে। এরমধ্যে পুরুষ ভোটার ৯০জন এবং মহিলা ভোটার ৩০জন। এরমধ্যে উপস্থিত ছিল ১১৪জন ভোটার।
মিসু সাহা নিক্কন/10/22
0Share