সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
বীর মুক্তিযোদ্ধা শাহ মোঃ আবদুল মাজেদের মৃত্যু, রাষ্ট্রিয় মর্যাদায় দাফন

বীর মুক্তিযোদ্ধা শাহ মোঃ আবদুল মাজেদের মৃত্যু, রাষ্ট্রিয় মর্যাদায় দাফন

বীর মুক্তিযোদ্ধা শাহ মোঃ আবদুল মাজেদের মৃত্যু, রাষ্ট্রিয় মর্যাদায় দাফন মহান স্বাধীনতা যুদ্ধকালীন রামগতি-হাতিয়ার ডেপুটি জোনাল কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহ আবদুল মাজেদ

১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধের যুদ্ধকালীন রামগতি-হাতিয়া জোনের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহ মোঃ আবদুল মাজেদ (৭৭) ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ,,,,,, রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে যক্ষা রোগে আক্রান্ত ছিলেন, বুধবার ভোরে ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
তার মরদেহ বুধবার বিকেলে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার দায়রা শরীফের নিজ বাড়িতে আনা হয়, সেখানে তাকে গার্ডঅব অনার দেওয়া হয়।  পরে, জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে বীর মুক্তিযোদ্ধা শাহ মোঃ আবদুল মাজেদ এর মরদেহ দাফন করা হয়।
যুদ্ধকালীন সহযোদ্ধা ও চর রমিজ ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডা কাউন্সিলের সভাপতি মাসুদ মোস্তফা বলেন, ডেপুটি কমান্ডার আবদুল মাজেদের সাথে ভারতে প্রশিক্ষনে অংশগ্রহন করেন তিনি প্রশিক্ষন শেষে দেশে এসে তার নেতৃত্বে দুটি অপারেশনে অংশগ্রহন করেন ওই অপারেশন সফল ভাবে শেষ হয় এবং তাদের হাতে পরাজিত পাক আর্মিদের কয়েকজন বন্দি হন। এ বীর মুক্তিযোদ্ধা কে হারিয়ে আজ আমরা গভীর ভাবে শোকাহত। দেশের জন্য জীবনবাজি রেখে যুদ্ধ করা এবং তার ত্যাগ জাতি আজিবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জেএসডির সভাপতি ও সাবেক মন্ত্রী আ স ম আবদুর রব, যুদ্ধকালীন রামগতি-হাতিয়া জোনের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সাংসদ মোশাররফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আবদুল্লাহ আল মামুন, সাবেক সংসদ সদস্য ও জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নেতা এবিএম আশরাফ উদ্দিন নিজান, রামগতি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মো: আবদুল ওয়াহেদ মুরাদ, রামগতি উপজেলা পরিষদের চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেল প্রমুখ।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

অনিয়মের অভিযোগে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফের দুদকের অভিযান

নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় ইলিশ শিকার, লক্ষ্মীপুরে জব্দ দেড় লাখ মিটার জাল

নিষেধাজ্ঞা না মেনে রামগতির মেঘনায় মাছ ধরায় দায়ে জেলে আটক

রামগতিতে অবৈধ ইটভাটা বন্ধে সভা

রামগতিতে ১০ হাজার টাকায় বিক্রি হলো একটি ইলিশ

মেঘনায় ২২ দিন মাছ ধরা নিষিদ্ধ

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2025
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com