সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
অপরাধ আমলে নিচ্ছে লক্ষ্মীপুর জেলা বিএনপি | যুবদল ও ছাত্রদলের ৬ নেতাকর্মী বহিষ্কার

অপরাধ আমলে নিচ্ছে লক্ষ্মীপুর জেলা বিএনপি | যুবদল ও ছাত্রদলের ৬ নেতাকর্মী বহিষ্কার

অপরাধ আমলে নিচ্ছে লক্ষ্মীপুর জেলা বিএনপি | যুবদল ও ছাত্রদলের ৬ নেতাকর্মী বহিষ্কার

নিজস্ব প্রতিনিধি, লক্ষ্মীপুরটোয়েন্টিফোর | দলীয় নির্দেশনা অমান্য করে প্রতিপক্ষের বাড়িতে হামলা-ভাঙচুর করার অভিযোগে লক্ষ্মীপুরে যুবদলের ৪ নেতা এবং ছাত্রদলের ২ নেতাকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তারা হলেন যুবদলের মো. হুমায়ুন, মো. কাউসার, মো, সাদ্দাম ও মো. বাশার। বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে জেলা যুবদলের সদস্য (দফতরের দায়িত্বপ্রাপ্ত) শামছুল আহসান মামুন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

বহিষ্কৃত হুমায়ুন ও কাউসার দত্তপাড়া ইউনিয়নের যুবদলের সদস্য, সাদ্দাম চন্দ্রগঞ্জ এবং বাশার মান্দারী ইউনিয়ন যুবদলের সদস্য।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চলমান পরিস্থিতিতে দলীয় নির্দেশনা ভঙ্গ, সংগঠনবিরোধী, শৃঙ্খলা পরিপন্থি ও অপরাধমূলক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়। জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন, সদস্য সচিব আব্দুল আলিম হুমায়ুন ও সিনিয়র যুগ্ম-আহবায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকনের নির্দেশে তাদের বহিষ্কার করা হয়েছে।

জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকন বলেন, ভাংচুরে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে বহিষ্কার করা হয়েছে। চলমান পরিস্থিতিতে দলীয় নির্দেশনা অমান্য করার সুযোগ নেই। দলের সব পর্যায়ের নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।

এদিকে এক স্কুল শিক্ষকসহ কয়েকজনের বাড়িতে অগ্নিসংযোগ ও চাঁদা আদায়ের অভিযোগে বুধবার (৭ আগস্ট) রাতে চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সদস্য কাউছার মানিক বাদলকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়। কাউছারকে বহিষ্কারের বিষয়টি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন নিশ্চিত করেছেন।

কাউছার চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সদস্য ছিলেন। রামগতিতে শাহজাদা প্রিন্স নামে এক ছাত্রদল নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা মেজবাহ উদ্দিন আহমেদ মেজুর বাড়িতে হামলা-ভাঙচুর ও পরিবারের সদস্যদের মারধরের অভিযোগে তাকে বহিষ্কার করা হয়। প্রিন্স রামগতি পৌর ছাত্রদলের আহ্বায়ক ছিলেন।পৌর মেয়র মেজু জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক। বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আকবর হোসেন মুন্না প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।

দলীয় সূত্র জানায়, কোথাও কোনো সহিংসতা ও প্রতিপক্ষকে আক্রমণ না করতে দল থেকে কঠোর নির্দেশনা রয়েছে।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বলেন, চলমান পরিস্থিতিতে সবাইকে দলের নির্দেশনা মেনে চলতে হবে।

দলীয় সূত্র জানায়, আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে যাওয়ার খবরে দেশের বিভিন্ন স্থানে বিক্ষুব্ধ জনতা হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ ও লুটপাট করছে। চলমান পরিস্থিতিতে নেতাকর্মীদের প্রতি কেন্দ্রীয় যুবদল শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখতে নির্দেশনা দিয়েছে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে ভয়াবহ অগ্নিকান্ডে ১০টি দোকান পুড়ে ছাই!

মাছ ধরার প্রস্তুতিকালে দু’টি বড় ট্রলার ও দু’টি বরফবোঝাই ট্রাক আটক

বয়ারচরে টেকসই বেড়িবাঁধ নির্মানের দাবীতে হাজারো মানুষের বিক্ষোভ সমাবেশ

লক্ষ্মীপুর-১ আসনে এমপি প্রার্থী হচ্ছেন উপদেষ্টা মাহফুজ আলম

অনিয়মের অভিযোগে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফের দুদকের অভিযান

নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় ইলিশ শিকার, লক্ষ্মীপুরে জব্দ দেড় লাখ মিটার জাল

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2025
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com