সাজ্জাদুর রহমান: নাম রোকসানা। বয়স আনুমানিক ১৪-১৫ বছর। পিতা-আবদুস সোবাহান, মাতা-নুরজাহান। ভাইয়ের নাম ইব্রাহীম। এসব বলতে পারলেও বাড়ির ঠিকানা ও অতীতের স্মৃতি স্মরণ করতে পারছে না। সে পরিবারের কাছে যেতে চায়। স্বজনদের ফিরে পেতে কাঁদছে। ঈদের পরের দিন
রোববার (১৯ জুলাই) লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা তোরাবগঞ্জ ইউনিয়নের ইসলামগঞ্জ বাজার এলাকায় মেয়েটি রাস্তার পাশে পড়ে ছিলো। অচেতন অবস্থায় স্থানীয় আলী আহাম্মদ ও ছায়েরা দম্পত্তি তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে যান। পরে প্রাথমিক চিকিৎসায় তার চেতনা ফেরলেও স্মরণশক্তি ফেরেনি। তার গায়ের রং উজ্জ্বল শ্যামলা। উচ্চতা প্রায় পাঁচ ফুট। উদ্ধার হওয়ার সময় পরনে ছিলো সেলোয়ার-কামিজ। সে নোয়াখালীর আঞ্চলিক ভাষায় কথা বলে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ বিষয়টি নিশ্চিত করেন এবং মেয়েটির অভিভাবকদের থানায় যোগযোগ করতে অনুরোধ করেন।
0Share