নিজস্ব প্রতিনিধি: শীতবস্ত্র মাত্র ছয়শ। অসহায়দের সংখ্যা অনেক বেশি। তাইতো প্রকৃত দুস্থদের শীত নিবারণে যথার্থ উদ্যোগ নিয়েছেন ইউএনও। এলাকা ঘুরে নিজ হাতেই বিতরণ করছেন শীতবস্ত্র। কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাবুবুল আলম মজুমদার হাজিরহাট উপকূল কলেজের সামনে যাত্রী চাউনীতে আশ্রয় নেয়া এক অসহায় নারীকে শীতবস্ত্র (কম্বল) দিতে দেখা গেছে গত দুদিন আগে। এ সময় তিনি ব্যক্তিগতভাবে ওই নারীকে আর্থিক সহায়তাও দেন।
এদিকে ইউএনও মেঘনার ভাঙনে ক্ষতিগ্রস্ত ফলকন ও সাহেবেরহাট এলাকা ঘুরে দুস্থদের খুঁজে শীতবস্ত্র বিতরণ করেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা । ইউএনও মোহাম্মদ মাহবুবুল আলম মজুমদার বলেন, উপজেলার ৯ ইউনিয়নে বিতরণের জন্য শীতবস্ত্র মাত্র ছয়শ। কিন্তুু কমলনগর নদী ভাঙন কবলিত হওয়ায় এখানে নিঃস্ব ও দুস্থদের সংখ্যা অনেক বেশি। যে কারণে প্রকৃত অসহায় বৃদ্ধ ও কর্মক্ষম তাদের হাতে শীতবস্ত্র নিজেই পৌঁছে দিতে চেষ্টা করছি। উপজেলা নির্বাহী কর্মকর্তার এমন যথার্থ শীতবস্ত্র বিতরণে অসহায়রা হয়েছেন খুশি, সচেতন মহলে হচ্ছে প্রশংসিত আলোচনা; করছেন ইউএনও’র জন্য শুভ কামনা।
অন্যদিকে ইউএনও’র উদ্যোগের পর মঙ্গলবার (২২ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে কমলনগর উপজেলা পরিষদ প্রাঙ্গনে শীতবস্ত্র বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী । উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ মাহবুবুল আলম মজুমদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা বাশার।
অন্যান্যের মধ্যে ছিলেন উপজেলা প্রকৌশলী ফাকরুচ ছাত্তার চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা খগেন্দ চন্দ্র সরকার, তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফয়সল আহমেদ রতন ও যুব উন্নয়ন কর্মকর্তা মো. মনির হোসেন প্রমুখ।
0Share