লক্ষ্মীপুরটোয়েন্টিফোর: ২৯ ডিসেম্বর চারণ সাংবাদিক মোনাজাতউদ্দিনের ২০তম মৃত্যুবার্ষিকী। এবার বাংলাদেশের পুরো উপকূল জুড়ে মোনাজাত স্মরণ করা হবে। কোস্টাল জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) এর উদ্যোগে লক্ষ্মীপুর অনলাইন সাংবাদিক ফোরাম এবং কমলনগর প্রেসক্লাব এ উপলক্ষ্যে পৃথক অনুষ্ঠানের আয়োজন করবে। মঙ্গলবার সকাল ১০টায় কমলনগর প্রেসক্লাবের স্মরণ সভায় স্থানীয় সাংবাদিক ও মোনাজাত প্রেমিরা অংশ নিবেন। বিকাল ৩টায় লক্ষ্মীপুর মহিলা কলেজ এলাকায় আয়োজিত ভিন্ন সভায় লক্ষ্মীপুর অনলাইন সাংবাদিক ফোরামের সদস্য , স্থানীয় সাংবাদিক এবং জেলার বিভিন্ন গণমাধ্যমের স্থানীয় প্রতিনিধিগণ অংশ গ্রহন করবেন। দুটো অনুষ্ঠানেই উপকূলের বন্ধুখ্যাত সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু উপস্থিত থাকার কথা রয়েছে।
যেসব স্থানে দিবসটি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে সেগুলো হচ্ছে: লক্ষ্মীপুর; লক্ষ্মীপুর অনলাইন সাংবাদিক ফোরাম, কমলনগর প্রেসক্লাব, লালমোহন রিপোর্টার্স ইউনিটি, লালমোহন, ভোলা; তজুমদ্দিন প্রেসক্লাব, ভোলা; কাউখালী প্রেসক্লাব, পিরোজপুর; বরগুনা; মনপুরা প্রেসক্লাব, ভোলা; কলাপাড়া প্রেসক্লাব, কলাপাড়া, পটুয়াখালী; রাঙ্গাবালী উপজেলা প্রেসক্লাব, রাঙ্গাবালী, পটুয়াখালী; কুয়াকাটা প্রেসক্লাব, পটুয়াখালী; পিরোজপুর প্রেসক্লাব, পিরোজপুর; জিয়ানগর প্রেসক্লাব, পিরোজপুর; শরণখোলা প্রেসক্লাব, বাগেরহাট; ভোলা প্রেসক্লাব, ভোলা; দৈনিক সুপ্রভাত ফেনী, ফেনী; নোয়াখালী প্রেসক্লাব, নোয়াখালী; সুবর্ণচর উপজেলা প্রেসক্লাব, নোয়াখালী; চরফ্যাসন প্রেসক্লাব, ভোলা; ঝালকাঠি প্রেসক্লাব, ঝালকাঠি; আমতলী প্রেসক্লাব, আমতলী, বরগুনা; গলাচিপা প্রেসক্লাব, পটুয়াখালী; মহেশখালী প্রেসক্লাব, কক্সবাজার; বাঁশখালী প্রেসক্লাব, চট্টগ্রাম; প্রেসক্লাব পাইকগাছা, খুলনা; বরিশাল রিপোর্টার্স ইউনিটি, বরিশাল; পটুয়াখালী প্রেসক্লাব, পটুয়াখালী; কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন, কক্সবাজার; খুলনা ওয়ার্কিং জার্নালিস্ট ইউনিটি, খুলনা; সাতক্ষীরা প্রেসক্লাব, সাতক্ষীরা; এবং মংলা প্রেসক্লাব, মংলা, বাগেরহাট।
0Share