উপকূলীয় জেলা লক্ষ্মীপুরে নতুন আরেকটি লঞ্চ ঘাট অনুমোদন দিয়েছে বিআইডব্লিউটিএ। নতুন চালু হতে যাওয়া এ ঘাটটি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মাতাব্বরহাট লঞ্চ ঘাট।
বৃহস্পতিবার ( ১২ সেপ্টেম্বর) বাংলাদেশ অভ্যন্তরিন নৌ-পরিবহন কর্তৃপক্ষের উপ-পরিচালক(ইজারা) স্বাক্ষরিত এক স্বারক থেকে তা নিশ্চিত হওয়া গেছে (স্মারক নং ১৮.৭৩২.০৪৫.০৬.০৭.২০১৩(অপা:)/৭২)। এর আগে চলতি মাসের প্রথম সপ্তাহে বিআইডব্লিউটিএ’র প্রতিনিধি দল সরেজমিনে লঞ্চঘাটটি পরিদর্শন করে যান।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিআইডব্লিউটিএ’র চট্টগ্রাম অঞ্চলের এক কর্মকর্তা লক্ষ্মীপুরটোয়েন্টিফোরকে জানান, নতুন করে অনুমোদন পাওয়া এ ঘাটটি সহ বর্তমানে লক্ষ্মীপুরে ৩টি লঞ্চঘাট হয়েছে। অন্য ২টি ঘাট হলো রামগতি উপজেলার আলেকজান্ডার লঞ্চ ঘাট এবং লক্ষ্মীপুর সদর উপজেলার মজুচৌধুরীরহাট লঞ্চ ঘাট।
বিআইডব্লিউটিএ’র সূত্রে জানা যায়, এ লঞ্চঘাটি অনুমোদনের পর এখান থেকে ভোলা, বরিশাল এবং ঢাকা রুটে চলাচলাকারী লঞ্চগুলোকে এ ঘাটের জন্য রুট পারমিট নিতে হবে। তারপরই ঘাটে বয়া এবং বিকন বাতি স্থাপন করবে বিআইডব্লিউটিএ।
এ ঘাটটি স্থাপনের পর ঢাকা-লক্ষ্মীপুরে সরাসরি লঞ্চ চালু হওয়ার নতুন সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ।
0Share