নতুন অনুমোদন পাওয়া লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মাতাব্বরহাট লঞ্চ ঘাটের সাইন বোর্ড স্থাপন করে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) সকালে ঘাট এলাকায় নতুন একটি সাইন বোর্ড স্থাপনের পর দোয়া অনুষ্ঠানের আয়োজন করে ঘাটের ইজাড়াদার আবদুল মজিদ ফলোয়ান।
এসময় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন, রামগতি উপজেলা কৃষকলীগের সহ সভাপতি আরিফুর রহমান সেলিম, কমলনগর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ইয়াছির আরাফাত রাজু, কমলনগর উপজেলা বিকল্প যুবধারার যুগ্ম আহ্বায়ক মো. জসিম উদ্দিন, আশরাফুল রিয়াজ, মাহমুদ ফালোয়ানসহ প্রমুখ।
স্থানীয় ভাবে জানা যায়, বিআইডব্লিউটিএ গত সেপ্টেম্বর মাসের ১২ তারিখে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মাতাব্বরহাট এলাকায় নতুন একটি লঞ্চ ঘাটের অনুমোদন দেয়।
বিআইডব্লিউটিএ’র সূত্রে জানা যায়, এ লঞ্চঘাটি ইতোমধ্যে সাইনবোর্ড স্থাপন করে কার্য়ক্রম শুরু করেছে। আগামি কয়েক দিনের মধ্যে এ ঘাটে ঘাটে বয়া এবং বিকন বাতি স্থাপন করবে বিআইডব্লিউটিএ । এরপর থেকে ঘাটে লঞ্চ ও নৌযান চলাচল শুরু করবে।
ইজাড়াদার জানায়, এ ঘাট থেকে প্রথমে ভোলা, বরিশাল এবং পরে ঢাকার সাথে সরাসরি লঞ্চ চালু করা হবে।
নতুন করে অনুমোদন পাওয়া এ ঘাটটি সহ বর্তমানে লক্ষ্মীপুরে ৩টি লঞ্চঘাট হয়েছে। অন্য ২টি ঘাট হলো রামগতি উপজেলার আলেকজান্ডার লঞ্চ ঘাট এবং লক্ষ্মীপুর সদর উপজেলার মজুচৌধুরীরহাট লঞ্চ ঘাট।
0Share