লক্ষ্মীপুর জেলার দক্ষিণাঞ্চলের যোগাযোগের একমাত্র ভরসা লক্ষ্মীপুর-চরআলেজান্ডার আঞ্চলিক সড়ক আরো প্রশস্তকরণের জন্য গৃহিত প্রকল্পটির অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
মঙ্গলবার (২১ জানুয়ারি) শেরে বাংলা নগর এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় দেশের অন্যান্য আরো ৭টি প্রকল্পের সাথে এ প্রকল্পের অনুমোদন দেয়া হয়।
এসময় লক্ষ্মীপুর জেলা শহরের উত্তর তেমুহনী থেকে দক্ষিণ তেমুহনী ও ঝুমুর সিনেমা হলের সামনে থেকে দক্ষিণ তেমুহনী শহর সংযোগ সড়কটি ২ কিলোমিটার চারলেনে উন্নতি করার প্রকল্পটিও অনুমোদন করা হয়।
স্থানীয় ভাবে জানা যায়, ৭১ কিমি দৈর্ঘ্যের লক্ষ্মীপুর-চরআলেকজান্ডার-সোনাপুর-মাইজদী আঞ্চলিক সড়কটি দুটি অংশে বিভক্ত। এর মধ্যে ১ম অংশ লক্ষ্মীপুর-চরআলেকজান্ডার যার দৈর্ঘ্য ৫১ কিমি এবং চরআলেকজান্ডার-সোনাপুর যার দৈর্ঘ্য ২০ কিমি।
এতদিন এ সড়কটি দিয়ে ২টি যানবাহন পাশাপাশি চলাচল করতে পারলেও তা বৃদ্ধি পাওয়া যানবাহনের জন্য যথেষ্ট ছিল না।
স্থানীয়রা জানান, গত পাঁচ বছর আগে রামগতি এলাকার কিছু অংশে নামমাত্র সংস্কার কাজ করা হলেও বাকি অংশে কোনো কাজই করা হয়নি। বতর্মানে পুরো সড়কের অবস্থাই বেহাল। এতে প্রাই ঘটছে দুর্ঘটনা। জনপ্রতিনিধিরা প্রতিনিয়ত আশ্বাস দিলেও এতদিন উদ্যোগ গ্রহন করা হয়নি।
অবশেষে নতুন এ প্রকল্পটি এলাকার জন্য একটি বড় খুশির খবর বলে জানান স্থানীয়রা।
0Share