ঘড়িতে রাত তখন সাড়ে ১২টা। এমন সময় এক নাম্বার থেকে ফোন। পরিচয় জিজ্ঞাসা করতে বলে, ভাই আমি শিব্বির। আপনি কেমন আছেন ? অপর প্রান্তে থেকে জবাব আসে ভাই ভালো না। তখনই শিব্বির বলে ভাই একটু কষ্ট করে ঘরের বাহিরে আসুন, আমি আপনার জন্য কিছু খাদ্য সহায়তা দিতে চাচ্ছি। ঘরে বাহিরে এসে দেখি সত্যিই তাই। এরপর একটা সাদা ব্যাগে খাদ্যের সাথে প্রয়োজনীয় কিছু উপাদান।
কথা গুলো জানিয়েছে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর লরেঞ্চ গ্রামে রাতে খাদ্য সহায়তা গ্রহনকারী এক কর্মজীবি লোক। বুধবার (৮ এপ্রিল) রাতে এমনই শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা করেন, লক্ষ্মীপুর জেলা শহরের ব্যবসায়ী এবং কমলনগর উপজেলার চর লরেঞ্চ গ্রামের বাসিন্দা মীর শিব্বির আহমেদ। ফোনে ও ফেসবুকে তথ্য নিয়ে কষ্টে থাকা মানুষের মাঝে রাতে গাড়ি যোগে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা পৌঁছে দেন তিনি।
মীর শিব্বির আরো জানান, আমার ব্যক্তি উদ্যোগ ছাড়াও একই দিন আমার প্রচেষ্টায় লক্ষ্মীপুরে রোটারী ক্লাবের উদ্যোগে লক্ষ্মীপুর জেলা শহরের আরো ১শত ২৯ পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেয়া হয়। ভবিষ্যতে তিনি এ প্রচেষ্টা সাধ্যমতে অব্যাহত রাখবেন বলেও জানান।
0Share