লক্ষ্মীপুরের বিভিন্ন স্থানে পানিতে ডুবে ও বজ্রপাতে মারা গেছেন ৪জন। সকালে রামগতির চর আলেকজান্ডার ইউনিয়নের চর ডাক্তার গ্রামের করিম পাটোয়ারীর বাড়িতে পানিতে ডুবে মারা যায় রহিমা(৬) ও নুহা(৫) নামের দুই শিশু। তারা দু’জন দারুল আরকাম স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার শিশু শ্রেণীর শিক্ষার্থী।
পরিবারের লোকজন জানায়, রহিমা ও নুহা দুজনে বাড়ির পুকুর পাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন তাদের দেখতে না পেয়ে বিভিন্ন যায়গায় অনেক খোঁজাখুজির পর বাড়ির পুকুরে লাশ ভাসতে দেখে। রহিমা পাটওয়ারী বাড়ির সিরাজের মেয়ে ও নুহা একই বাড়ির আলাউদ্দিনের মেয়ে।
একই দিন বিকেলে বজ্রপাতে মারা যান আরো দুই জন। নিহত একজনে লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুরের বালু শ্রমিক, অন্যজন কমলনগরের চর কাদিরা ইউনিয়নের চর বসু গ্রামের স্কুল ছাত্র।
বশিকপুরে বজ্রপাতে মারা যাওয়া নিহতের নাম মো. সুমন(৩২)। তিনি ওই এলাকার শেরপুর কাজি বাড়ির মৃত হোসাইন আহম্মদের ছেলে। স্থানীয়রা জানায়, পাশের গ্রাম সোনাপুরে ড্রেজার মেশিন বালু তুলতে গিয়েছিলো সে। পরে বজ্রপাতে স্পৃষ্ট হয়ে মারা যান তিনি।
চর বসু গ্রামে নিহত ওই স্কুল ছাত্রের নাম, মহিন উদ্দিন। সে উত্তর চর বসু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে পড়ে। নিহত মহিন ওই এলাকার মো. হাসেমের ছেলে। পরিবারের লোকজন জানায়, বৃষ্টি আসার আগে মাঠ থেকে ছাগল আনতে গিয়েছিলো মহিন। পরে বজ্রপাতের কবলে পড়ে ছাগলসহ প্রাণ হারায় সে।
0Share