সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
ধর্ষকদের বিচারের দাবিতে কমলনগর ছাত্রদলের মানববন্ধন

ধর্ষকদের বিচারের দাবিতে কমলনগর ছাত্রদলের মানববন্ধন

ধর্ষকদের বিচারের দাবিতে কমলনগর ছাত্রদলের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক||লক্ষ্মীপুরটোয়েন্টিফোর

মাগুরায় ৮বছরের শিশু আছিয়ার ধর্ষকদের বিচারের দাবিতে লক্ষ্মীপুরের কমলনগরে জাতীয়তাবাদী ছাত্রদলের মানববন্ধনে অনুষ্ঠিত হয়।

সোমবার (১০মার্চ) সকালে উপজেলার হাজির হাট উপকূল সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদল মানববন্ধনের আয়োজন করেন। এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক এম দিদার হোসেন, যুবদলের সদস্য এড.ফখরুল ইসলাম, থানা ছাত্রদলের আহবায়ক সাজ্জাদুর রহমান সাজু, সদস্য সচিব জাফর আহমেদ ভুইয়া, যুগ্ম আহবায়ক মাইদুল হাসান শামীম, আব্দুস সাত্তার, মাইন উদ্দিন তালুকদার, মেহেদী হাসান রায়হান,একাদশ শ্রেণীর ছাত্রী মিতু আক্তারসহ প্রমুখ।

ছাত্রী মিতু বলেন, আমরা একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশে বসবাস করছি, কিন্তু স্বাধীনভাবে বসবাস করতে পারছি না। এদেশে আমার মা-বোনের কোন নিরাপত্তা নেই। প্রতিদিন অহরহ ধর্ষণ, নারী নির্যাতন, নিপীড়ন বেড়েই চলছে। কোন ধর্ষণকারী সঠিক বিচার হচ্ছে না। আমরা চাই ধর্ষক যেই হোক কম সময়ে সঠিক বিচারের দাবি জানাচ্ছি। 

উপজেলা ছাত্রদলের আহবায়ক সাজ্জাদুর রহমান সাজু বলেন, দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, খুন, নারীদের হেনস্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এসবের বিরুদ্ধে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও এবিএম আশরাফ উদদিন নিজান সোচ্চার হতে বলেন। আজকের মানববন্ধন থেকে শিশু আছিয়ার ধর্ষকদের দ্রুত বিচার দাবি করছি। 

বিএনপির যুগ্ম আহবায়ক এম দিদার হোসেন বলেন, মাগুরায় শিশু আছিয়ার ধর্ষকদের দ্রুত বিচারের দাবিতে ছাত্রদলের মানববন্ধন, এখান থেকে বলতে দিতে চাই, সরকার যেন অতিদ্রুত আছিয়ার ধর্ষকদের বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে দ্রুত বিচার করেন। 

উপকূল সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান দাউদের সভাপতিত্বে সঞ্চালনায় ছিলেন, সদস্য সচিব ওসমান গনি। 

প্রসঙ্গত, মাগুরায় বড় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে বোনের শ্বশুর, বোন জামাইয়ের দ্বারা ৮বছরের শিশু আছিয়া ধর্ষণের শিকার হন। সারাদেশে ধর্ষকদের বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে বিচার কার্যকর করতে ঝড় উঠে। এবং ছাত্র জনতা ও সাধারণ মানুষ রাস্তায়, স্কুল, কলেজ,বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন, মশাল মিছিল, বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি পালন করছে। 

কমলনগর সংবাদ আরও সংবাদ

ধর্ষকদের বিচারের দাবিতে কমলনগর ছাত্রদলের মানববন্ধন

কমলনগরে জাতীয় ভোটার দিবস পালিত 

কমলনগরে প্রভাষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন 

বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে লক্ষ্মীপুরের কমলনগর ইউএনওকে বিদায় সংবর্ধনা

লক্ষ্মীপুরের কমলনগরে ইউএনওর বদলি ঠেকাতে মানববন্ধন

কমলনগরে বন্ধ অবৈধ ইটভাটা চালু করায় প্রতিবাদে মানববন্ধন 

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2025
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com