রামিগতি: রোববার রামগতি ও কমলনগর উপজেলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে ‘রামগতি রক্ষা মঞ্চ’। মেঘনা নদীর ভয়াবহ ভাঙন প্রতিরোধ, ড্রেজিং ও বাঁধ নির্মাণের দাবিতে বৃহস্পতিবার বিকেলে তারা এ ঘোষণা দেন। ‘রামগতি রক্ষা মঞ্চে’র উদ্যোগে ঘোষিত ৩ দিনের বিক্ষোভ কমসূচীর ১ম দিন বৃহস্পতিবার বিকেলে আলেকজান্ডার বাজারে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে রোববারের হরতারের ঘোষণা দেওয়া হয়। ‘রামগতি রক্ষা মঞ্চে’র নেতা ইছমাইল হোসেন রায়হান জানান, র্দীঘদিন থেকে মেঘনা নদীর ভয়াবহ ভাঙন প্রতিরোধে সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেয়া হয়নি। তাই নিরুপায় হয়ে মেঘনার ভাঙন থেকে এই দুই উপজেলাকে রক্ষা করার জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে এ আন্দোলনের ডাক দিয়েছে। দাবি না মানলে পরবর্তীতে আরো কঠিন কর্মসূচি ঘোষণা করার হুমকি দেয়া হয়।
0Share