নিজস্ব প্রতিবেদক: ক্লান্তহীন প্রচেষ্টা, বাঁধাবিঘœ পথে দৃঢ়চিত্তে এগিয়ে চলার মাঝে সাফল্য আসে। লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলাধীন মেঘনা উপকূলের দুর্গম জনপদ ৫নং চর ফলকন ইউনিয়নের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে তথ্য প্রযুক্তির সেবা পৌছে দিতে সফল হয়েছেন উপকূলীয় সাংবাদিকতা পুরষ্কার বিজয়ী তৃনমুল সংবাদকর্মী আশরাফ উদ্দিন। তাই প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন এ টু আই প্রকল্পের অধীনে এ বছর জেলার বর্ষসেরা ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তিনি ।
লক্ষ্মীপুর জেলা প্রশাসনের আয়োজনে ৩ দিনের ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষ্যে ২৯ জানুয়ারী বৃহস্পতিবার সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক এ কে এম টিপু সুলতান তাকে এ সম্মাণনা প্রদান করেন। অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) শাহাদাত হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে তথ্য প্রযুক্তিতে বিভিন্ন বিভাগে বিশেষ অবদান রাখায় জেলার পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান, সিভিল সার্জন গোলাম ফারুক ভূঁইয়া, রামগতি উপজেলা নির্বাহী অফিসার দেলোয়ার হোসেন, সহকারী কমিশনার উম্মে কুলছুম সম্পা, সহকারী প্রোগ্রামার মাকছুদুর রহমান, লক্ষীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউপি চেয়ারম্যান সাইফুল হাসান রনি, রায়পুর উপজেলার উত্তর চর আবাবিল ইউপি চেয়ারম্যান শহিদ উল্যা বিএসসি, রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর ইউপি চেয়ারম্যান এ কে এম আবদুল করিম খান, রামগতি উপজেলার চর আলগী ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন, তোরাবগঞ্জ ইউডিসি উদ্যোক্তা ওমর ফারুক সবুজ, চন্দ্রগঞ্জ ইউডিসি উদ্যোক্তা ফেরদাউস আক্তার রতœা, রায়পুর ইউডিসি উদ্যোক্তা রেহানা আক্তারকে পুরষ্কার প্রদান করা হয়।
চর ফলকন ইউপি চেয়ারম্যান আশরাফ জেলার বর্ষসেরা ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন লক্ষ্মীপুর-৪ নির্বাচনী এলাকার সাংসদ মো: আবদুল্যাহ আল মামুন, কমলনগর উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শামছুল আলম, কমলনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবদুল আওয়াল সহ সমাজের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। কঠোর শ্রম আর সাধনায় পাওয়া এ সম্মাণনা চর ফলকন ইউনিয়নবাসী যারা তাকে ইউপি চেয়ারম্যান নির্বাচিত করেছেন,কমলনগরের সর্বস্তরের জনগণ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক যারা তার কাজে উৎসাহ দিয়েছেন তাদের জন্য উৎসর্গ করেছেন। তথ্য প্রযু্িক্তর উন্নয়নের মাধ্যমে ইউনিয়নবাসীকে বহুমাত্রিক সেবা প্রদান করে সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার আন্দোলনে গর্বিত অংশীদার হওয়া লক্ষ্য নিয়ে কাজ করছেন বিশ্ব কৃষি ও খাদ্য সংস্থা এবং চ্যানেল আই কর্তৃক কৃষি পদক বিজয়ী লেখক আশরাফ চেয়ারম্যান ।
0Share