লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে ভিজিএফ কার্ড, বিকল্প কর্মসংস্থানের অর্থ বিতরণে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ এনে মানববন্ধন করেছে মেঘনায় মাছ শিকারী জেলেরা। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির ব্যানারে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এ মানবন্ধন কর্মসূচী পালন করে তারা। এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের জেলা শাখার সভাপতি আমির হোসেন, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম খন্দকার, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন চৌধূরী প্রমূখ। বক্তারা অভিযোগ করে বলেন, জেলেদের ৪ মাসের খাদ্য সহায়তার আওয়তায় প্রতি মাসে ৪০ কেজি চাল ও বিকল্প কর্মসংস্থানের জন্য ১০ হাজার টাকা করে দেওয়ার কথা থাকলেও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জেলেরদের মাঝে তা সঠিক ভাবে বিতরন করেননি। সদর, রায়পুর, কমলনগর ও রামগতি উপজেলার কর্মকর্তাদের নির্দেশে কোন কোন জেলেকে ১ মাস বা দু’মাস ৩০ কেজি করে চাল দেয়া হলেও বেশ কয়েকটি ইউনিয়নের জেলেদের মাঝে কোন চাল বিতরণ করা হয়নি। এ বিষয়ে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে প্রকৃত জেলেদের খাদ্য সহায়তা প্রদান ও দুর্নীতিবাজদের চিহিৃত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
মানববন্ধন শেষে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কাছে এ বিষয়ে স্মারকলিপি প্রদান করেন জেলা ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নেতারা।
0Share