আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে৷ ১৯৭৩ সালে দেশের প্রথম সংসদ নির্বাচন থেকে শুরু করে বিগত সময়ে বাংলাদেশে ১০টি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৯৮৬ সালে ৩য় সংসদ নির্বাচন থেকে নির্দিষ্ট জেলার আসনে লক্ষ্মীপুর জেলা প্রার্থী প্রদান শুরু করে। ১৯৯১ সালের অনুষ্ঠিত নির্বাচন থেকে বাংলাদেশের পরবর্তী নির্বাচনগুলো প্রধান দুদলের মধ্যে প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে। যে কারণে ৫ম নির্বাচন থেকে পরের সংসদ নির্বাচন গুলো ছিল বেশি আমেজপূর্ণ।
১৯৮৬ সালে ৩য় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুরের সদর উপজেলার বর্তমান ৯টি ইউনিয়ন বাদে নিয়ে লক্ষ্মীপুর-২ সংসদীয় আসন হিসেবে ২৭৬ নং আসনটি বরাদ্ধ হয়। সে থেকে আজোও একই ভাবে এ আসনে সংসদ নির্বাচন হয়ে আসছে। এ আসনে ১৯৮৬ সালে জাতীয়পার্টি এবং ১৯৮৮ সালের ৪র্থ সংসদ নির্বাচনে জয়লাভ করে জাতীয় সমাতান্ত্রিক দল জাসদ। পরে ১৯৯১, ১৯৯৬, ২০০১ এবং ২০০৮ সালের নির্বাচনে জয়লাভ করে বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি। ২০১৪ সালে এ আসনে কোন ভোট হয়নি। বিনা প্রতিদ্বন্দ্বীতায় বাংলাদেশ আওয়ামীলগের সংসদ সদস্য নির্বাচিত হয়।
এ আসনটি বেশির ভাগ সময়ই বিএনপির দখলে ছিল। আগামি নির্বাচনে আসনটি কার দখলে যায় সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে পুরো ডিসেম্বর মাস।
এবার লক্ষ্মীপুরের ইতিহাস ঐতিহ্য এবং তথ্যগ্রন্থ লক্ষ্মীপুর ডায়েরি এর সৌজন্যে এ আসনের বিগত নির্বাচনগুলোর পরিসংখ্যান দেখে নেয়া যাক:
লক্ষ্মীপুর-৩, আসন নং- ২৭৬, লক্ষীপুর সদর উপজেলার উত্তর হামছাদী, দক্ষিন হামছাদী, দালাল বাজার , চর রুহিতা , পার্বতী নগর, শাকচর, টুমচর, চর রমনীমহোন এবং বশিকপুর ইউনিয়ন বাদে সদর উপজেলার বাকি ১২টি ইউনিয়নের জনগণ এ আসনের ভোটার।
নির্বাচন | সসাল | মোট ভোটার | পুরুষ ভোটার | নারী ভোটার | ভোট কেন্দ্র্র |
একাদশ সংসদ | ২০১৮ |
৩৩০৭৯৭
|
১৬৮৩৩৮
|
১৬২৪৫৯
|
৮৯ |
বিগত নির্বাচনের ফলাফল-
সংসদ ও সময় | মোট ভোটার | প্রার্থী | প্রতীক
|
দল
|
মোট প্রাপ্ত ভোট | কেন্দ্র |
১০ম, ২০১৪ | একেএম শাহজাহান কামাল
বিনা প্রতিদ্বন্ধীতায় |
আওয়ামীলীগ | নৌকা | |||
৯ম, ২০০৮ | ২৩৪৪৮৮ | শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি -বিজয়ী | বিএনপি | ধানের শীষ | ১০৯৬৩১ | ৮৯ |
আবুল হাশেম | আওয়ামীলীগ | নৌকা | ৮২০৫০ | |||
৮ম, ২০০১ | শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি -বিজয়ী | বিএনপি | ধানের শীষ | ৯৫২১৫ | ||
কাজি মোঃ ইকবাল | আওয়ামীলীগ | নৌকা | ৪১২৩৫ | |||
৭ম, ১৯৯৬ | খায়রুল এনাম-বিজয়ী | বিএনপি | ধানের শীষ | ৪২২৩২ | ||
একেএম শাহজাহান কামাল
|
আওয়ামীলীগ | নৌকা | ২৭৭৮৭ | |||
৫ম,১৯৯১ | খায়রুল এনাম-বিজয়ী | বিএনপি | ধানের শীষ | ২৬৯০৮ | ||
সফিক উল্লাহ
নিকটতম প্রার্থী |
জামাতে ইসলামী | দাঁড়িঁপাল্লা | ১৯১৩২ | |||
চর্তুথ, ১৯৮৮ | আবদুস সাত্তার মাস্টার | জাসদ | ||||
৩য়, ১৯৮৬ | মোহাম্মদ উল্লাহ | জাতীয় পার্টি |
আরো পড়ুন:
বিগত সবগুলো সংসদ নির্বাচনের পরিসংখ্যান: লক্ষ্মীপুর-১, রামগঞ্জ আসন
বিগত সবগুলো সংসদ নির্বাচনের পরিসংখ্যান: লক্ষ্মীপুর-২,রায়পুর আসন
0Share