লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। সোমবার (১০ ডিসেম্বর) বিকালে ভোট গণনা শেষে নির্বাচিতদের নাম ঘোষণা করেন, নির্বাচন কমিশনার মাওলানা আব্দুল কুদ্দুছ। ২০১৯ ও ২০২০ সালের জন্য নির্বাচিত এ কমিটির সভাপতি পদে আলী হোসেন (মাইটিভি) ও সাধারণ সম্পাদক পদে মো. সহিদুল ইসলাম (এসএ টিভি) পুনঃরায় নির্বাচিত হয়েছেন।
সূত্র জানায়, তফসিল অনুযায়ী সোমবার বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে প্রেসক্লাবের ২১ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। তবে শুধুমাত্র কোষাধ্যক্ষ ও সাংগঠনিক সম্পাদকসহ ৪টি পদে গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য ৭টি পদে একক প্রার্থী থাকায় ভোট গ্রহণের প্রয়োজন হয়নি।
নির্বাচিত কোষাধ্যক্ষ মোহাম্মদ আলাউদ্দিন (জাতীয় নিশান) পেয়েছেন ১৩ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাহবুব সৈকত পেয়েছেন ৭ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে ১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সাহাদাত হোসেন দিপু (ভোরের ডাক)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইব্রাহিম খলিল মঞ্জু (নবচেতনা) পেয়েছেন ৯ ভোট। এছাড়াও নির্বাহী সদস্য পদে ১৭ ভোট পেয়ে কবির আহম্মদ ফারুক (প্রতিদিন আমার সংবাদ) ও ১৩ ভোট পেয়ে সোহেল মাহমুদ মিলন (বিজয়টিভি) নির্বাচিত হন।
এদিকে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও নবগঠিত এ কমিটির সহ-সভাপতি আব্দুন নুর (স্বাধীন সংবাদ), যুগ্ম সম্পাদক জাহিদুর রহিম (উপকূল প্রতিদিন), দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন (আলোকিত লক্ষ্মীপুর), ক্রীড়া ও সাহিত্য বিষয়ক সম্পাদক রাকিব হোসেন আপ্র (দৈনিক অধিকার) ও প্রচার সম্পাদক মনির হোসাইন (দৈনিক জনতা) বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন, চন্দ্রগঞ্জ বাজার কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মো. আব্দুল কুদ্দুছ ও প্রিজাইডিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন আব্দুল কাদের বাহার।
0Share