অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে তারুণ্যের স্বপ্ন বাস্তবায়নে ‘সময়ের প্রয়োজনে’ এমন স্লোগানে দৈনিক লক্ষ্মীপুর সমাচার পত্রিকা ৩য় বছরে পদার্পণ উদযাপন উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়েছে। ৩১ অক্টোবর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র্যালি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে রোজ গার্ডেন চাইনিজ রেষ্টুরেন্টে কেককাটার মধ্য দিয়ে শুরু হয় লক্ষ্মীপুর সমাচার পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন। দিনব্যাপি অনুষ্ঠানের মধ্যে রয়েছে বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যায় আলোচনা সভা ও সম্মাননা প্রদান।
লক্ষ্মীপুর সমাচারের প্রকাশক ও সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান মো: শাহজাহান। বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা শফিকুর রিদোয়ান আরমান শাকিল, জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক ডা: আশফাকুর রহমান মামুন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদা আক্তার।
উপস্থিত ছিলেন, সদর থানা আওয়ামীলীগের সভাপতি বিজন বিহারী ঘোষ, রুহুল আমিন মাষ্টার, জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক আবদুল মতলব, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোজাম্মেল হায়দার ভূঁইয়া মাছুম, সিএনজি মালিক সমিতির সভাপতি মো: সেলিম রেজা মাহমুদ, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ভূঁইয়া নিশাদ, পৌর কাউন্সিলর আবুল খায়ের স্বপন, ব্যবসায়ী মোনায়েম হোসেন প্রমূখ। এসময় জেলায় কর্মরত সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় পত্রিকার সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া আজাদ বলেন, আপনাদের সবার সহযোগিতায় পত্রিকাটি আজ লক্ষ্মীপুরের অন্যতম পত্রিকা হিসেবে পাঠক প্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে বলে আমরা বিশ্বাস করি। পত্রিকার অনুমোদন পাওয়ার পর থেকে ধারাবাহিকভাবে নিয়মিত দৈনিক লক্ষ্মীপুর সমাচার প্রকাশ হয়ে আসছে। আমরা সত্যের পথে আছি। তাই আমি আজকের দিনে বলতে চাই- যারা আমাদেরকে ভালোবেসেছে, তাদের প্রতি কৃতজ্ঞতা।’
0Share