ভার্চুয়াল কোর্ট বন্ধ ও আদালতের স্বাভাবিক কার্যক্রম চালুর দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন করেছে আইনজীবীরা। বুধবার সকাল ১১টায় জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। এসময় ভার্চুয়াল কোর্টের পরিবর্তে এ্যাকচুয়াল কোর্ট চালুর দাবিতে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে জেলা আইনজীবী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোঃ শাহাদাত হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট সৈয়দ মোঃ সামছুল আলম, সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ হাবিবুর রহমান, এডভোকেট মিজানুর রহমান মুন্সি, এডভোকেট হারুনুর রশিদ ব্যাপারী, এডভোকেট হাছিবুর রহমান হাছিব, এডভোকেট রাসেল মাহমুদ ভূঁইয়া মান্না।
এদিকে মানববন্ধনে বক্তারা জানালেন, করোনা ভাইরাস প্রার্দুভাবের কারণে গত তিন মাস ধরে আদালতের কার্যক্রম বন্ধ রয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশনায় ভার্চুয়াল কোর্টের কার্যক্রম শুরু হলেও লজেস্টিক সাপোর্টসহ নানাবিধ সমস্যার কারণে তা পরিচালনা করা দুরূহ হয়ে পড়েছে। ফলে মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। এমনকি জামিনে মুক্তি পাওয়ার মানবাধিকারও লঙ্গিত হচ্ছে। এই অবস্থায় ন্যায় বিচার প্রতিষ্ঠা ও মানুষের অধিকার ফিরিয়ে দিতে ভার্চুয়াল কোর্টের কার্যক্রম বন্ধ ঘোষণা করে স্বাভাবিকভাবে আদালতের কার্যক্রম শুরুর দাবি জানান তারা।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি এডভোকেট আবুল খায়ের, এডভোকেট মো. হেলাল উদ্দিন, সহ-সম্পাদক এডভোকেট মুহাম্মদ মোর্শেদ আলম শিপন, এডভোকেট মোঃ মুনছুর জিলানী নোমান, পাঠাগার সম্পাদক এডভোকেট চাঁদমনি মোহন, সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট মোঃ ফখরুল ইসলাম জুয়েল, এডভোকেট দাউদুল ইসলামসহ আরো অনেকে।
0Share