লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর শহরে অনুমোদিত ওষুধ বিক্রি ও লাইন্সেস না ভ্রাম্যমান আদালত মঙ্গলবার দুপুরে ৫ টি ফার্মেসীতে অভিযান চালিয়ে জরিমানা আদায় করে। নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার মাঈনুল আবেদীন ও মুকতাদিরুল আহমেদ এ অভিযান পরিচালনা করেন। এসময় নোয়াখালী অঞ্চলের ড্রাগ সুপার তানভির আহমদে, সদর থানার এস আই মোঃ মুজিবুর রহমান উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর শহরের তমিক মার্কেটে ভ্রাম্যমান আদালত আগ্রাবাদ ফার্মেসী,দেবনাথ ফামেসী, লাজ ফার্মাসহ ৫টি ফার্মেসীতে অভিযান চালায়। এসময় অনুমোদিত ওষুধ বিক্রি ও লাইন্সেস না লাজ ফার্মা কে ৩ হাজার টাকা, আগ্রবাদ ফামের্সীকে ২ হাজার, দেবনাথ ফামের্সীকে ২ হাজার, আর কে ফার্মেসীকে ২ হাজারসহ মোট ৫ টি ফামের্সীকে ১২ হাজার টাকা জরিমানা আদায় করে। এ ব্যাপারে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাঈনুল আবেদীন অভিযান পরিচালনা করার কথা নিশ্চিত করে বলেন, ড্রাগ এ্যাক্ট ১৯৪০ সনের ১৮ এর বি-২ ধারা মোতাবেক ৫ টি ফার্মেসীতে অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করা হয়।
0Share