লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলেদের পরিচয়পত্র ও নিবন্ধন বিষয়ক তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ কর্মশালা মঙ্গলবার দিন ব্যাপি অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমির আবদুল্লা মুহাম্মদ মঞ্জুরুল করিমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফরিদা ইয়াছমিন লিকা,জেলা মৎস্য কর্মকর্তা মোশারফ হোসেন,সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুজন চৌধুরী, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সুনিল চন্দ্র ঘোষ, সহকারী মৎস্য কর্মকর্তা রুহুল আমিন চৌধুরী,সদর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ চয়নুল ইসলাম। এ প্রশিক্ষণ কর্মসূচিতে মোট ২২ জন তথ্য সংগ্রহকারী যোগ দেয়। সদর উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, তথ্য সংগ্রহপূর্বক নিবন্ধন ফরম পূরণ করবেন এবং আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে উপজেলা বাস্তবায়ন কমিটির নিকট জমা দিবে। আগামী ৬ অক্টেম্বরের মধ্যে তালিকা বাছাই করে (১০-১৭ অক্টেবর) খসড়া তালিতা প্রদর্শন করা হবে। ২০-২৫ অক্টেবরের মধ্যে আপত্তি নিস্পত্তি শেষে চূড়ান্ত তালিকা অনুমোদন করা হবে। ৩০ অক্টেবর থেকে ১০ নভেম্বরের মধ্যে ছবি তোলার কাজ শেষ হবে। এতে প্রকৃত জেলেদের তালিকা তৈরিতে সকলের সহায়তা কামনা করা হয়।
0Share