লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে একটি বিদেশি এলজিসহ ১৮ রাউন্ড গুলি ২৯ জনকে আটক করেছে যৌথ বাহিনীর সদস্যরা। বুধবার ভোর থেকে বিকেলে পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক ও অস্ত্র গুলি উদ্ধার করা হয়। আইনশৃঙ্খলার উন্নয়নের লক্ষ্যে এ অভিযান চালানো হয়েছে বলে জানান জেলা পুলিশ সুপার।
লক্ষ্মীপুরের পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে আরো জানান, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীসহ অপরাধীদের গ্রেফতারের লক্ষ্যে পুলিশ ও বিজিবি সদস্যরা এ অভিযানে অংশ নেয়। এসময় জেলার বিভিন্ন স্থান থেকে ২৯ জনকে আটক করা হয়।
এছাড়া সকালে সদর উপজেলার দত্তপাড়া গ্রামে স্থানীয় সন্ত্রাসী বিপ্লব গ্রুপর বাড়িত অভিযান চালিয়ে একটি বিদেশি এলজি ও ১৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তিনি বলেন যতদিন পর্যন্ত সন্ত্রাসীরা মাঠে থেকে আইনশৃঙ্খলার অবনতি ঘটাবে নির্মূল হওয়া পর্যন্ত ততদিন এভাবে অভিযানও অব্যাহত থাকবে।
আটক ব্যক্তিদের মধ্যে বিভিন্ন অপরাধে অভিযুক্ত ও নিয়মিত মামলা গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিও রয়েছে।
চলতি বছরের শুরু থেকে ২৮ মে পর্যন্ত লক্ষ্মীপুরে ৩৬টি হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। সর্বশেষ রোববার রাতে সদরের বশিকপুর ইউনিয়নের মদনপুর গ্রামে যুবলীগ কর্মী রোমান হোসেনকে গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা।
0Share