নিজস্ব প্রতিনিধি : লক্ষ্মীপুরে বন্দুকযুদ্ধে সদর পূর্বাঞ্চলের সন্ত্রাসী দিদার বাহিনীর সদস্য পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী খোকন (৩৫) নিহত হয়েছে। সোমবার রাত সাড়ে ১২টার দিকে দিঘুলী ইউনিয়নে ঘটনাটি ঘটে।
নিহত খোকন সদর উপজেলার চরশাহী ইউনিয়নের তিতারকান্দি গ্রামের মৃত আলী আহমেদের ছেলে।
খোকনকে গুলিবিদ্ধ অবস্থায় পুলিশ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কাদের সঙ্গে গুলিবিনিময় হয়েছে এ ব্যাপারে কিছু জানা যায়নি। তবে বেপারটা অনেকটাই রহস্যজনক!।
লক্ষ্মীপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ জিল্লুর রহমান জানান, রাত সাড়ে ১২টার দিকে তিনি বিগত দিনের ন্যায় সঙ্গী ফোর্স নিয়ে বিশেষ অভিযানে বের হয়েছি। দিঘুলী ইউনিয়নের কাঁঠালিয়া গ্রামে যাওয়ার পথিমধ্যে হঠাৎ গোলা-গুলির শব্দ শুনি। পরে এগিয়ে গিয়ে একটি বাগান থেকে দুই পায়ে গুলিবিদ্ধ অবস্থায় খোকনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়।
নিহত খোকনের বড় ভাই জেলা আলীগের সহ-সভা আবুল কাশেম ও প্রত্যক্ষদর্শীরা জানান, দাসের হাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই সরওয়ারসহ ডিবি পুলিশ সন্ধার দিকে খোকনকে প্রথমে আটক করে সাদা মাইক্রোবাসে করে উঠিয়ে নিয়ে যায়, পরে গুলি করে তাকে হত্যা করে।
লক্ষ্মীপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত খোকন সন্ত্রাসী দিদার বাহিনীর সেকেন্ড ইন কামান্ড এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান জানান, দিঘলীতে সন্ত্রাসীদের গুলিতে গুলিবিদ্ধ হয়ে এক লোক পড়ে আছে, স্থানীয়দের এমন সংবাদের ভিত্তিতে থানার পুলিশ ঘটনাস্থল গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এর বাহিরে আমি কিছু জানিনা।
0Share