নিজস্ব প্রতিনিধি : পুলিশের তালিকাভুক্ত লক্ষ্মীপুরের শীর্ষ সন্ত্রাসী ও জিসান বাহিনীর প্রধান সোলায়মান উদ্দিন জিসান র্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার
সকালে কুমিল্লার দাউদকান্দি এলাকা থেকে তার মৃতদেহ দাউদকান্দি থানা পুলিশ উদ্ধার করেছে বলে একাধিক সুত্রে জানা যায়। নিহত জিসান লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামের মৃত আবু বকর সিদ্দিকের ছেলে ও জেলা ছাত্রদলের সাবেক পাঠাগার বিষয়ক সম্পাদক।
বিষয়টি নিশ্চিত করে লক্ষ্মীপুরের সহকারি পুলিশ সুপার নাসিম মিয়া জানান, সোলায়মান উদ্দিন জিসানের বিরুদ্ধে খুন, চাঁদাবাজি, ডাকাতি, অপহরণ, পুলিশের ওপর হামলা, অস্ত্র ও বিস্ফোরক মামলাসহ অন্তত ২০টি মামলা রয়েছে। সে লক্ষ্মীপুরের শীর্ষ সন্ত্রাসী ও জিসান বাহিনীর প্রধান এবং তার বাহিনীতে অস্ত্রধারী শতাধিক সদস্য রয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
0Share